বাঁকুড়া: বাঁকুড়া জেলার একদিকে যখন বাঘিনি জিনাতকে নিয়ে হচচই কাণ্ড সেই সময় জেলারই অপর প্রান্তে দলছুট হাতির হানায় গুরুতর জখম হলেন এক যুবক। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বাঁকুড়ার জয়পুর রেঞ্জের গোঁসাইপুর গ্রামে। আহত যুবকের নাম নবীন বিশ্বাস। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘিনি জিনাতকে ধরতে সকাল থেকেই তৎপর ছিল বন দফতর। বাঁকুড়া জেলার প্রায় সমস্ত বন কর্মীদের মোতায়েন করা হয়েছিল সেখানে। সেই সময় একটি দলছুট হাতি জয়পুর জঙ্গল থেকে বেরিয়ে আচমকাই ঢুকে পড়ে লোকালয়ে।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় জয়পুর থানার গোঁসাইপুর গ্রামের পাশে ফুটবল মাঠে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলেন নবীন বিশ্বাস এবং তাঁর বেশ কয়েকজন বন্ধু। হাতি দেখে সকলেই গ্রামের দিকে ছুট দেন। কিন্তু হাতির মুখের সামনে পড়ে যান নবীন। দলছুট হাতিটি আচমকাই তাঁকে ধরে পায়ে করে লাথি মারে। এরপর গ্রামবাসীদের তাড়া খেয়ে হাতিটি জঙ্গলের দিকে পালিয়ে গেলে আহত নবীন বিশ্বাসকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে। বাঘিনি জিনাতকে ধরতে বন কর্মীরা ব্যস্ত থাকাতেই হাতিটি নজর এড়িয়ে গিয়েছিল বলে স্বীকার করেছে বন দফতর।