বারাকপুর: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা মেরে দোকানে ঢুকে পড়ে ম্যাটাডোর ভ্যান। ঘটনায় আহত হয়েছেন চার জন। বুধবার রাতের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে আগরপাড়া তেঁতুলতলা মোড়ে। ঘাতক গাড়ি-সহ চালককে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ।
সোদপুরের দিক থেকে বিটি রোড ধরে দ্রুত গতিতে আগরপাড়ার দিকে যাচ্ছিল ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাটাডোর ভ্যানটি আগরপাড়া তেঁতুলতলার কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ গাড়ি,ভ্যান রিক্সা ও স্কুটি বাইককে ধাক্কা মারে। তারপর একটি দোকানে ঘরে ঢুকে যায় ম্যাটাডোর ভ্যানটি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
ওই সময় এলাকায় ছিলেন বেশ কয়েকজন। কিছু বুঝে ওঠার আগেই ম্যাটাডোরটির ধাক্কায় আহত হন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে চার জনের আঘাত গুরুতর। তাঁদেরকে উদ্ধার করে খড়দহ বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ গিয়ে ঘাতক ম্যাটাডোর ভ্যান-সহ তাঁর চালক ও খালাসিকে গ্রেফতার করেছে।
ঘাতক ম্যাটাডোরটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। আহতদের পরিবারের সঙ্গে দেখা করেছে পুলিশ। ওই চালক কি আদৌ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন নাকি যান্ত্রিক কোনও গোলোযোগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন চালক, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির গতিবেগ অত্যন্ত বেশি ছিল। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।