করোনা মোকাবিলায় জেলা প্রশাসনের পাশে শালতোড়া স্টোন ক্রেশার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

tista roychowdhury |

May 18, 2021 | 6:57 PM

শালতোড়া স্টোন ক্রেশার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এ হেন উদ্যোগে খুশি স্থানীয়রাও। তাঁরা জানিয়েছেন, অ্যাসোসিয়েশনের এ হেন সদর্থক পদক্ষেপ আমজনতার কাছে আশীর্বাদস্বরূপ। এরফলে, অনেকেই উপকৃত হবেন। এমনকী, মৃত্যুহারও কিছুটা কমবে বলেই মনে করছেন অনেকে

করোনা মোকাবিলায় জেলা প্রশাসনের পাশে শালতোড়া স্টোন ক্রেশার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
নিজস্ব চিত্র

Follow Us

বাঁকুড়া: দৈনিক ঊর্ধ্বমুখী করোনা (Corona) গ্রাফ। রাজ্যজুড়ে বাড়ছে মৃত্যু। এই পরিস্থিতিতে, কোভিড মোকাবিলায় বাঁকুড়া জেলা প্রশাসনের পাশে দাঁড়াল শালতোড়া স্টোন ক্রেশার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (Saltora Stone Crasher Welfare Association)। মঙ্গলবার, একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে একটি অ্যাম্বুল্যান্স, ২০ টি অক্সিজেন সিলিণ্ডার (Oxygen Cylinder), বেশ কিছু অক্সিমিটার সহ অন্যান্য চিকিৎসা সামগ্রী প্রশাসনের হাতে তুলে দিল এই সংস্থাটি।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও মানস মাজি, ওসি কৌশিক হাজরা, বিএমওএইট ডাঃ অনিকেত বিশ্বাস সহ ঐ সংগঠনের সভাপতি কাজল মিশ্র, সম্পাদক নাড়ুগোপাল মণ্ডল, সদস্য সন্তোষ মণ্ডল প্রমুখ। অ্যাসোসিয়েশনের সদস্যরা জানিয়েছেন, যেভাবে সর্বত্র অক্সিজেনের আকাল দেখা গিয়েছে, সেই কথা মাথায় রেখেই আপাতত ২০ টি সিলিন্ডার দেওয়া হয়েছে। পরবর্তীতে এই সংখ্যাটি আরও বাড়ানো হবে। শুধু তাই নয়, ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সের সাহায্য়ে যেকোনও রোগীই সহজে পরিষেবা পাবেন বলেই মনে করছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।

শালতোড়া স্টোন ক্রেশার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এ হেন উদ্যোগে খুশি স্থানীয়রাও। তাঁরা জানিয়েছেন, অ্যাসোসিয়েশনের এ হেন সদর্থক পদক্ষেপ আমজনতার কাছে আশীর্বাদস্বরূপ। এরফলে, অনেকেই উপকৃত হবেন। এমনকী, মৃত্যুহারও কিছুটা কমবে বলেই মনে করছেন অনেকে।

উল্লেখ্য, রাজ্য স্বাস্থ্য় দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়  রাজ্যে একদিনে করোনায় ১৪৭জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা সংক্রমিত ১৯ হাজার ১০১জন। কলকাতা, উত্তর ২৪ পরগনায় একদিনে ৭৪জনের মৃত্যু। শুধু উত্তর ২৪ পরগনাতেই একদিনে সংক্রমিত ৪ হাজার ২২০। কলকাতায় একদিনে ৩ হাজার ৮৯৯জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৩ হাজার ৫৩৩ জন। তবে বেড়েছে মৃত্যু হার। একদিনেই মৃত্যু হয়েছে ৪৩২৯ জনের, যা এখনও অবধি সর্বোচ্চ দৈনিক মৃতের সংখ্যা। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫২ লক্ষ ২৮ হাজার ৯৯৬। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১৫ লক্ষ ৯৬ হাজার ৫১২ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩৩ লক্ষ ৫৩ হাজার ৭৬৫।

আরও পড়ুন: লকডাউনকে ‘থোড়াই কেয়ার’! ‘হিরোগিরি বন্ধ করুন’, কোথাও ধমক দিলেন বিধায়ক, কোথাও চলল পুলিশি অভিযান

Next Article