Santiniketan: শান্তিনিকেতনকে পর্যটক শূন্য করার সিদ্ধান্ত! হোটেল, রিসর্ট, লজ বুকিংয়ে নিষেধাজ্ঞা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 05, 2022 | 3:21 PM

Birbhum: আগামী ১৫ তারিখ পর্যন্ত এই নিয়ম বজায় থাকবে।

Santiniketan: শান্তিনিকেতনকে পর্যটক শূন্য করার সিদ্ধান্ত! হোটেল, রিসর্ট, লজ বুকিংয়ে নিষেধাজ্ঞা
শান্তিনিকেতনে হোটেল বন্ধ (নিজস্ব ছবি)

Follow Us

বীরভূম: লাগাতার বাড়ছে করোনা (Corona)। তাই পর্যটকশূন্য করতে হবে শান্তিনিকেতন। দিঘা, দার্জিলিংয়ের পর এবার শান্তিনিকেতনে বন্ধ করা হল হোটেল। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত হোটেল, লজ, রিসর্ট বুকিংয়ে নিষেধাজ্ঞা জারি। এসডিও, এসডিপিও-র সঙ্গে বৈঠকে বসেন হোটেল মালিকরা।

জানা গিয়েছে, আজ থেকে আগামী ১৫ তারিখ পর্যন্ত চালু থাকবে এই নির্দেশিকা। এদিন বোলপুর মহকুমা শাসক অয়ন নাথের তত্ত্বাবধানে বোলপুরের এসডিপিও অভিষেক রায়, বোলপুর ও ইলামবাজারের বিডিও, আই, ওসিদের নিয়ে বৈঠক হয়৷ সেই বৈঠকে আসেন সমস্ত হোটেল, লজ, রিসর্ট মালিকরা। এক হোটেল মালিক বলেন, “গত পরশুদিন আমাদের বলা হয়েছিল হোটেল বন্ধ করে দেওয়ার কথা। এরপর মিটিংয়ে বলা হয় ৫০ জন পর্যটক রাখা যাবে। গতকাল বিকেলে হঠাৎ এই নির্দেশ আসে। অনেকেই এখন হোটেলে আছেন তারা ধীরে ধীরে চলে যাবে। আপাতত ১৫ তারিখ পর্যন্ত কোনও পর্যটক রাখা যাবে না হোটেলে।”

রাজ্যের মুখ্য সচিবের নির্দেশ অনুযায়ী এবার বোলপুর, শান্তিনিকেতন, ইলামবাজার এলকার সমস্ত হোটেল-রিসর্ট বন্ধ করে দেওয়া হয়৷ অর্থাৎ, ১৫ জানুয়ারি পর্যন্ত তারা কোন রকম বুকিং নিতে পারবে না৷ কোভিড পরিস্থিতি মোকাবিলা করতে শান্তিনিকেতনকে পর্যটক শূন্য করার সিদ্ধান্ত প্রশাসনের।

প্রসঙ্গত, করোনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বভারতীও।

বিশ্বভারতীর সেন্ট্রাল অফিস বিল্ডিং, পিয়ারসন মেমোরিয়াল হাসপাতাল-সহ বেশ কিছু ভবনে কর্মী ও আধিকারিকদের মধ্যে নতুন করে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। তার জেরে এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় মূল অফিস, সেন্ট্রাল অফিস ও পিয়ারসন হাসপাতাল ।

উল্লেখ্য, সোমবারই বিশ্বভারতী কর্তৃপক্ষ নোটিস দিয়ে অফলাইনে পড়াশোনা বন্ধ করে। এর পরেই আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসনিক কাজও বন্ধ করে দেওয়া হল। আজ বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে নোটিস দিয়ে এ কথা জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই থমকে বিশ্বভারতীর সমস্ত কাজ।

প্রসঙ্গত, সরকারি কর্মচারীদের পর এবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরাও কোয়ারেন্টিনের ছুটির সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি দিয়ে মঙ্গলবারই একথা জানিয়েছে শিক্ষা দফতর। এর ফলে ৫লক্ষ শিক্ষক শিক্ষাকর্মীরা উপকৃত হবেন।

ক্রমেই জাল ছড়াচ্ছে ওমিক্রন। পরিসংখ্যান বলছে, একধাক্কায় প্রায় ৩ হাজার বৃদ্ধি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত ৯ হাজার ৭৩। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬ জন করোনা রোগীর। দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত হচ্ছেন চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা।

আরও পড়ুন: Political meeting cancelled: পথ দেখাল উত্তর প্রদেশ, কোভিড আবহে সভা-সমাবেশ বাতিলের পথে রাজনৈতিক দলগুলি

 

Next Article