Anubrata Mondal: পালিশ হচ্ছে চেয়ার, ঝাড়া হচ্ছে ঝুল, মোছা হচ্ছে ছবি, কেষ্টর ফেরা নিয়ে বাঁধ ভাঙা আনন্দ TMC কর্মীদের
Anubrata Mondal: রবিবার অনুব্রত মণ্ডলের বাড়িতে সাফাই অভিযান হয়েছে। এত দিন তিনি ছিলেন না। ফলে তালাবন্ধ অবস্থাতেই ছিল গোটা বাড়ি। এবার জেলায় ফিরছেন 'বাঘ'। আর তাই তৃণমূল কর্মীদের মধ্যে ব্যস্ততা চরমে। তবে শুধু কেষ্টর বাড়ি নয়।
সিউড়ি: বোলপুরের সিউড়ির নিচু পট্টির বাড়ি থেকে তৃণমূল পার্টি অফিস। এখন সেজে উঠেছে নতুন ভাবে। কেন? বীরভূমের ‘বাঘ’ অনুব্রত মণ্ডল জেলায় ফিরছেন বলে কথা। কানঘুষো শোনা যাচ্ছে, সোমবার রাতেই কলকাতা ফেরার ফ্লাইট-এর টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। সূত্রের খবর, তিহাড় থেকে সোজা দিল্লি বিমানবন্দরে রওনা হবেন অনুব্রত। ফলে মঙ্গলবার হয়ত বীরভূম ফিরতে পারেন তিনি। আর কেষ্ট আসার আগে তাঁর বাড়ি থেকে শুরু করে তৃণমূল পার্টি অফিসের বদলানো হচ্ছে ভোল।
রবিবার অনুব্রত মণ্ডলের বাড়িতে সাফাই অভিযান হয়েছে। এত দিন তিনি ছিলেন না। ফলে তালাবন্ধ অবস্থাতেই ছিল গোটা বাড়ি। এবার জেলায় ফিরছেন ‘বাঘ’। আর তাই তৃণমূল কর্মীদের মধ্যে ব্যস্ততা চরমে। তবে শুধু কেষ্টর বাড়ি নয়। একই সঙ্গে পরিষ্কার করা হচ্ছে তৃণমূল পার্টি অফিসও। এই অফিসেই জেলে যাওয়ার আগে যাবতীয় কাজ সম্পন্ন করতেন অনুব্রত। ফলে সেই অফিসেই দেওয়া হচ্ছে ঝাঁটা। করা হচ্ছে পরিষ্কার। এমনকী, পরিষ্কার করা হচ্ছে অনুব্রত মণ্ডলের বসার চেয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কেষ্ট যেভাবে নিজের ঘর সাজিয়ে রাখতেন ঠিক সেই ভাবেই আবার নতুন করে সাজানো হচ্ছে পার্টি অফিস।
অপরদিকে, কেষ্টর বাড়িতে তাঁর আরাধ্য দেবতা ভোলানাথের ছবি পরিষ্কার করা হচ্ছে। সঙ্গে বদলানো হচ্ছে জানলা-দরজার পর্দা। পালিশ হচ্ছে তাঁর ঘরও। এ প্রসঙ্গে সদর তৃণমূল সহ-সভাপতি বলেন, “দাদা এই ঘরে বসত এসে। তাই আমাদের কর্মীরাই হাত লাগিয়েছেন। যাতে ঘর নতুন করে সেজে ওঠে। দাদার চেয়ার পালিশ হচ্ছে। পর্দা পরিষ্কার হচ্ছে। দাদা ঝুল-নোংরা একদম পছন্দ করেন না। পরিষ্কার রাখতে ভালবাসেন। তাই যত দ্রুত সম্ভব পরিষ্কারের চেষ্টা করছি।”