Bagtui Case: ‘জিভ কাটা ছিল’, লালন শেখের রহস্যমৃত্যুতে সিআইডি তদন্ত চাইল পরিবার

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 13, 2022 | 3:22 PM

Bagtui Case: লালন শেখের স্ত্রী এই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। সিবিআই-এর বিরুদ্ধেই পরিকল্পিতভাবে খুনের অভিযোগ তুলেছে পরিবার।

Bagtui Case: জিভ কাটা ছিল, লালন শেখের রহস্যমৃত্যুতে সিআইডি তদন্ত চাইল পরিবার
লালনের মৃত্যুরহস্য

Follow Us

বোলপুর: বগটুই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যুতে এবার সিআইডি তদন্তের দাবি জানাল পরিবার। লালন শেখের স্ত্রী এই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। সিবিআই-এর বিরুদ্ধেই পরিকল্পিতভাবে খুনের অভিযোগ তুলেছে পরিবার। অভিযুক্তদের গ্রেফতার করা না হলে দেহও নিতে অস্বীকার করেছেন তাঁরা। পরিবারের তরফে আরও বিস্ফোরক অভিযোগ তোলা হচ্ছে। পরিবারের দাবি, লালনের জিভ কাটা ছিল, পায়ে রক্ত জমাট বাধা ছিল। লালনের স্ত্রী বলেন, “আমার স্বামীকে ওর শেষ করে দিয়েছে। জিভ কেটে দিয়েছে। পায়ে এত জোর জোর মেরেছে, রক্ত জমাট বাঁধা ছিল। পা মাটিতে লাগানো ছিল। জিভ কেটে দিয়েছে। সিআইডি তদন্ত চাইছি। দিদির হস্তক্ষেপ চাইছি। সিবিআই আমার স্বামীকে এভাবে হত্যা করল। আমরা দেহ নেব না। সিবিআই আমার সব শেষ করে দিল। আমার স্বামী-সংসার সব শেষ করে দিল।”

রামপুরহাটের অস্থায়ী ক্যাম্পের বাইরে কাঁদতে কাঁদতে রীতিমতো পড়ে গেলেন লালন শেখের স্ত্রী। তিনি প্রশ্ন তুলেছেন, কেন লালনের পায়ের নীচে রক্তের দাগ ছিল? ইতিমধ্যেই সিবিআই-এর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। সিবিআই-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশও।  লালনের দেহ আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  কিন্তু অভিযুক্তদের গ্রেফতার করা না হলে লালনের দেহ নেবেন না বলেও জানিয়ে দিয়েছেন তাঁর স্ত্রী।  আন্দোলন চলবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। বুধবারও সকাল থেকেই সিবিআই-এর ক্যাম্পের সামনে তাঁরা বিক্ষোভ দেখাবেন বলে আগে থেকেই জানিয়ে দিয়েছেন।

লালনের মৃত্যুতে গোটা গ্রাম এখন ফুঁসছে। টায়ার জ্বালিয়ে, রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে।

Next Article