বীরভূম: বগটুইকাণ্ডের তদন্তে আসা সিবিআই- এর দলে রয়েছে টেকনিক্যাল টিম। এই তদন্তকারীরা মূলত টেকনিক্যাল বিভিন্ন তথ্য খতিয়ে দেখছেন। জানা যাচ্ছে, শুরুতেই তাঁরা পুলিশকর্মীদের মোবাইলে কল রেকর্ড সংগ্রহ করছেন। ভাদু শেখ খুনের পর থানা ও জেলার শীর্ষ পুলিশকর্তারা কার কার সঙ্গে কতবার কথা বলেছেন সেই রেকর্ড সংগ্রহ করছেন। একইসঙ্গে ঘটনার রাতে ওই পুলিশ কর্মী ও অফিসারদের লোকেশন কোথায় ছিল, তাও সংগ্রহ করছেন সিবিআই গোয়েন্দারা। জেলা পুলিশের কর্মীদের জিজ্ঞাসাবাদের আগে এই হোমওয়ার্ক করে রাখছেন গোয়েন্দারা। কারণ জিজ্ঞাসাবাদের সময় তারা সঠিক তথ্য সিবিআইকে জানাচ্ছে কিনা, তা বলে দেবে এই টেকনিক্যাল ডাটা। ফলে জিজ্ঞাসাবাদে উঠে আসবে সঠিক সত্য।
আনারুলের কল লিস্টও সিবিআই-এর হাতে। সোমবারও অনারুলকে জেরা করা হবে। রবিবার সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে যাওয়ার আগে সে দাবি করেছে, ষড়যন্ত্রের শিকার বলে। এদিকে আজ বাতাসপুর যাওয়ার কথা সিবিআই দলের। গটুই হত্যাকাণ্ডে আটঘাট বেধে নেমেছেন সিবিআই তদন্তকারীরা। রবিবার বাতাসপুরে গিয়ে স্বজনহারাদের বয়ান রেকর্ড করা হয়েছে । সিবিআই-এর ডিআইজি তাঁর তদন্তকারী দলকে নিয়ে রামপুরহাট হাসপাতালে যান। জখমদের সঙ্গেও কথা বলেন তাঁরা।
এমনিতেই সিবিআই-এর স্ক্যানারে রয়েছেন পুলিশের শীর্ষ কর্তারা। সিবিআই পুলিশের থেকে যে কটি প্রশ্নের উত্তর পেতে চায়। প্রশ্ন ১. ঘটনার পর পুলিশ কর্তারা কে কোথায় ছিলেন? প্রশ্ন দুই. শীর্ষ পুলিশ কর্তাদের নির্দেশই বা কী ছিল? প্রশ্ন তিন. পুলিশ কি আদৌ ভাদু শেখের মৃত্যু তদন্ত নিয়ে ব্যস্ত ছিল? প্রশ্ন চার. গ্রামে এত বড় আগুন লাগল, জানতেনই না পুলিশ কর্তারা? প্রশ্ন পাঁচ. আগুন লাগার খবর পেয়ে কী পদক্ষেপ করেছে পুলিশ? প্রশ্ন ছয়, ঘটনার পর পুলিশ কর্তাদের সঙ্গে কাদের ফোনে কথায় ইতিমধ্যেই পুলিশ কর্তা ও আধিকারিকদের একটি তালিকা তৈরি করেছে সিবিআই। পুলিশের ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।