Birbhum Minor Trafficking: তামিলনাড়ুতে নাকি কাজ দেওয়া হত ওদের, কথায় একাধিক অসঙ্গতি, উদ্ধার একাধিক নাবালক

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 06, 2021 | 7:47 AM

Birbhum Minor Trafficking: ১২৫১০ ডাউন গৌহাটি-ব্যাঙ্গালোর এক্সপ্রেস ট্রেনের এস ওয়ান কামরায় টহলদারির সময় এই নাবালকদের দেখতে পান রেল পুলিশ কর্মীরা ।

Birbhum Minor Trafficking: তামিলনাড়ুতে নাকি কাজ দেওয়া হত ওদের, কথায় একাধিক অসঙ্গতি, উদ্ধার একাধিক নাবালক
উদ্ধার ১০ নাবালক (নিজস্ব চিত্র)

Follow Us

বীরভূম: পাচার করার সন্দেহে ১০ জন নাবালককে ট্রেন থেকে উদ্ধার করল রেল পুলিশ । ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট রেল স্টেশনে । আর এই ১০ জন নাবালককে রামপুরহাট জিআরপি আটক করে ।

১২৫১০ ডাউন গৌহাটি-ব্যাঙ্গালোর এক্সপ্রেস ট্রেনের এস ওয়ান কামরায় টহলদারির সময় এই নাবালকদের দেখতে পান রেল পুলিশ কর্মীরা । তাদের জিজ্ঞাসা করলে কথাবার্তায় অসঙ্গতি বুঝতে পারেন কর্তব্যরত রেল পুলিশকর্মীরা । এরপর তাঁরা খবর দিলে রামপুরহাট রেলস্টেশনে এই নাবালকদের ট্রেন থেকে নামানো।

তবে পুলিশ দেখে সঙ্গে থাকা দুই ব্যক্তি গা ঢাকা দেয় । উদ্ধার হওয়া নাবালকদের বাড়ি মালদহ জেলার কালিয়াচক এলাকায়। তাদের দুই ব্যক্তি তামিলনাড়ুতে সেলাইয়ের কাজ দেওয়ার নাম করে নিয়ে যাচ্ছিল বলে উদ্ধার হওয়া নাবালকরা জানিয়েছে।

তাদের কাছ থেকে কোকরাঝাড় থেকে জোলাইফেত্তাই যাওয়ার রিজার্ভেশন টিকিট পাওয়া গিয়েছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কাজ দেওয়ার নাম করে এই নাবালকদের ভিনরাজ্যে পাচার করা হচ্ছিল । রেলপুলিসের আধিকারিকরা নাবালকদের জেরা করে ঘটনার তদন্ত শুরু করেছে ।

উদ্ধার হওয়া এক নাবালক বলেন, “আমাদের সঙ্গে একজন লোক ছিল। বড় লোক। বড় দাদা ছিল। নাম বলতে পারছি না। অন্য গ্রামে থাকে। অন্য কোথাও চলে গিয়েছে। ওই নিয়ে যাচ্ছিল আমাদের।” পনেরো বছরের আরেক নাবালকের কথায়, “তামিলনাড়ুতে কাজ দেবে বলেছিল দাদা। কাজ করতেই যাচ্ছিলাম। বাবা-মাকে বলেই যাচ্ছিলাম। পুলিশ নিয়ে চলে এল। সেলাইয়ের কাজ করতে যাচ্ছিলাম। আমরা চার জন রয়েছি।”

পুলিশ জানিয়েছে,কয়েকজন নাবালককে উদ্ধার করা হয়েছে। তারা কোথায় যাচ্ছিল, কে নিয়ে যাচ্ছিল, তা সঠিকভাবে কিছুই জানাতে পারেনি। কথায় একাধিক অসঙ্গতি ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কাজের প্রলোভন দেখিয়ে তাদের ভিন রাজ্যে পাচার করা হচ্ছিল।

আরও পড়ুন: ১৪ গ্রামবাসীর মৃত্যুর বিচার চেয়ে আজ নাগাল্যান্ডে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

 

আরও পড়ুন: পবন সিংয়ের অফিস গুঁড়িয়ে দিতেই হামলা, অর্জুনের বাড়িতে বোমাবাজির ঘটনায় চার্জশিট পেশ NIA-এর

 

Next Article