Birbhum: দুবরাজপুরে উদ্ধার অজগর সাপ
Birbhum: দুবরাজপুর থানার পুলিশ। সর্পপ্রেমী অমিত শর্মা দিয়ে অজগরটিকে রাস্তার পাশে থাকা ঝোপ থেকে উদ্ধার করেন। তবে অজগরটিকে বনদফতরের সহায়তায় অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানান সর্পপ্রেমী অমিত শর্মা।
বীরভূম: দুবরাজপুরের একটি সংস্থার কাছে উদ্ধার হল একটি অজগর। প্রায় ৭ ফুট লম্বা এই অজগর। বর্তমানে অজগরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। জানা গিয়েছে, কুইটা গ্রামের নাজমুল মণ্ডল নামে এক ব্যক্তি দুবরাজপুর-যশপুর রাস্তায় নিরাময়ের কাছে একটি অজগরকে পিচ রাস্তা পারাপার করতে দেখে প্রথমে ঘাবড়ে যান এবং পরে লোকজন সেখানে ভিড় করতে থাকেন। এরপর খবর দেওয়া হয় সর্পপ্রেমী অমিত শর্মা ও দুবরাজপুর থানার পুলিশকে। ঘটনাস্থল আসে দুবরাজপুর থানার পুলিশ। সর্পপ্রেমী অমিত শর্মা দিয়ে অজগরটিকে রাস্তার পাশে থাকা ঝোপ থেকে উদ্ধার করেন। তবে অজগরটিকে বনদফতরের সহায়তায় অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানান সর্পপ্রেমী অমিত শর্মা।
প্রসঙ্গত, ইতিমধ্যে ডুয়ার্সে অজগর সাপের উপর নির্মম অত্যাচারের ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। অজগর সাপকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপান হয়। টেনে হিঁচড়ে ঘোরানো হয় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। বন্যপ্রাণী আইনের সিডিউল ওয়ানে থাকা অজগর সাপকে নির্যাতনের সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। যা দেখে ক্ষুদ্ধ পরিবেশপ্রেমীরা ।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)