Birbhum: ৫ প্রশ্নের উত্তর দিয়ে ৯২ নম্বর! দাগি তালিকায় কংগ্রেসী পরিবারের ছেলে এখন হাইকোর্টের দ্বারস্থ
Birbhum Tainted List: প্রশ্নের উত্তর খুঁজতে TV9 বাংলা গিয়েছিল অর্ঘ্য দাসের লাভপুরের বাড়িতে। তাঁর স্ত্রী-র দেখা মেলে। তবে অন ক্য়ামেরা তিনি কিছু বলতে চাননি। গোপনে ক্যামেরায় তিনি জানান, বিষয়টি তিনি শুনেছেন যদিও সমস্ত কিছু হয়েছে তার বিয়ের আগে।

বীরভূম: এসএসসি-র প্রকাশিত দাগি তালিকায় তৃণমূলীদের ছড়াছড়ি! এ অভিযোগ বারবার তুলেছেন বিরোধীরা। কিন্তু এবার একজনের নাম পাওয়া গেল, যিনি কংগ্রেস ফ্যামিলি থেকে উঠে এসেছেন। নাম অর্ঘ দাস। অযোগ্যদের তালিকায় নাম থাকায় চাকরি গিয়েছে তাঁরও। অর্ঘ্য দাসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। মাত্র পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে পেয়েছেন ৯২ নম্বর, অভিযোগ এমনটাই। উত্তর দিয়ে ৯২ নম্বর কীভাবে পাওয়া যায়? যদি এটা সত্যি হয়, তাহলে কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন তিনি?
প্রশ্নের উত্তর খুঁজতে TV9 বাংলা গিয়েছিল অর্ঘ্য দাসের লাভপুরের বাড়িতে। তাঁর স্ত্রী-র দেখা মেলে। তবে অন ক্য়ামেরা তিনি কিছু বলতে চাননি। গোপনে ক্যামেরায় তিনি জানান, বিষয়টি তিনি শুনেছেন যদিও সমস্ত কিছু হয়েছে তার বিয়ের আগে। সম্পূর্ণভাবে তিনি কিছুই জানেন না। এই মুহূর্তে অর্ঘ্য দাস রয়েছে কলকাতায়, সম্ভবত হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি। আইনি লড়াই লড়তে চলেছেন তিনি।
প্রসঙ্গত, শনিবারই ‘দাগি’দের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তাতে ১৮০৬ জনের নাম রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দাগিদের এই তালিকা আপলোড করা হয়েছে। কমিশন সূত্রে খবর, এটাই চূড়ান্ত তালিকা। এতে নবম, দশম, একাদশ ও দ্বাদশের শিক্ষকদের নাম আছে। এরপর আর কোনও তালিকা প্রকাশিত হবে না বলে কমিশন সূত্রের খবর। বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট এক সপ্তাহের মধ্যে দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল। শুক্রবার রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শনিবারই তালিকা প্রকাশ করা হবে। সেই অনুযায়ী তালিকা প্রকাশিত হয়। যদিও তালিকা প্রকাশের পর চাকরিহারা চিন্ময় মণ্ডল বলেন, তালিকায় যে এই সংখ্যা ও এই নাম থাকবে তা তাঁরা আগেই জানতেন।
