Birbhum: পুুকুর ঘেরা হল লাল ফিতেতে, পোস্টার দিল প্রশাসন! বীরভূমের একটা জলাশয়ই মৃত্যুর কারণ, গ্রাম জুড়ে হাহাকার

Birbhum: বমি, মলত্যাগ ও পেটে ব্যথা, খিচুনি- গ্রাম জুড়ে হঠাৎ পড়ল হাহাকার! পাড়ার প্রায় সব বাড়িতেই কেউ না কেউ আক্রান্ত। আক্রান্তদের অধিকাংশই শিশু থেকে বয়স্ক।  ইতিমধ্যেই দু'জনের মৃত্যু হয়েছে।  বীরভূমের লোকপুর থানার লোকপুর থান্ডের পাড়ায় ডায়রিয়া মারাত্মক আকার নিয়েছে।

Birbhum: পুুকুর ঘেরা হল লাল ফিতেতে, পোস্টার দিল প্রশাসন! বীরভূমের একটা জলাশয়ই মৃত্যুর কারণ, গ্রাম জুড়ে হাহাকার
পুকুরে পড়ল লাল ফিতেImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2024 | 2:37 PM

বীরভূম: পুকুর ঘেরা হল লাল ফিতেতে ! লাগানো হল পোস্টার। গ্রামবাসীদের উদ্দেশে দেওয়া হল বার্তা! লেখা হল, ‘অযথা আতঙ্কিত হবেন না। ভয় পাবেন না। আতঙ্ক ছড়াবেন না’। বীরভূমের লোকপুরে থান্ডেরপাড়ার একটি পুুকুর নিয়ে ছড়াল আতঙ্ক। গ্রামে শুরু হয়েছে মাইকিংও।

বমি, মলত্যাগ ও পেটে ব্যথা, খিচুনি- গ্রাম জুড়ে হঠাৎ পড়ল হাহাকার! পাড়ার প্রায় সব বাড়িতেই কেউ না কেউ আক্রান্ত। আক্রান্তদের অধিকাংশই শিশু থেকে বয়স্ক।  ইতিমধ্যেই দু’জনের মৃত্যু হয়েছে।  বীরভূমের লোকপুর থানার লোকপুর থান্ডের পাড়ায় ডায়রিয়া মারাত্মক আকার নিয়েছে।  সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন পাঁচ জন। আজ আরও দুজনকে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হচ্ছে। জলবাহিত রোগ, জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু কীসের জল থেকে এত মারাত্মক আকার নিল পরিস্থিতি?

জানা যাচ্ছে, পাড়ারই একটি পুকুরের জল থেকে ছড়াচ্ছে রোগ। সেই জলই অনেকে পানীয় হিসাবে ব্যবহার করেন। যে পুকুর থেকে সংক্রমণ ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে সেই পুকুরটা ইতিমধ্যে লাল ফিতে দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যাতে ওই পুকুরে জল কেউ ব্যবহার না করেন। কিন্তু ইতিমধ্যেই ডায়ারিয়া নিয়ে ইতিমধ্যএই আতঙ্কিত না হওয়ার জন্য বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে সচেতনতার পোস্টার।