Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একই সঙ্গে নদীতে তলিয়ে গেল তিন যুবক, বীরভূমে রহস্য

পরিবার জানাচ্ছে, তিন জনই সাঁতার জানত। তবে ঘটলটা কী?

একই সঙ্গে নদীতে তলিয়ে গেল তিন যুবক, বীরভূমে রহস্য
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jan 25, 2021 | 3:38 PM

বীরভূম: আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিল, আরেকজনের বাড়ি ওই এলাকাতেই। বন্ধুত্ব ছিল তাদের মধ্যে। প্ল্যান করেছিল নদীতে স্নান করার। নদীতে স্নান করতে নেমে একই সঙ্গে তলিয়ে গেল তিন যুবক। বীরভূমের (Birbhum) মহম্মদবাজার এলাকার ঘটনা। মৃতদের নাম রোহন শর্মা, রোহিত শর্মা, রাহুল শর্মা । রহুল চাকরি পেয়েছিল ইন্ডিয়ান আর্মিতে। দিন কয়েক পরেই জয়েনিংয়ের ডেট ছিল তার।

পুলিশ সূত্রে জানা যায়, তিনজনের মধ্যে দুজনের বাড়ি মল্লারপুরে। তাঁরা মহঃম্মদবাজারে এসেছিল আত্মীয়ের বাড়িতে এবং একজন স্থানীয় বাসিন্দা। এদিন নদীতে স্নান করতে নামে তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকাই তিন যুবককে নদীতে তলিয়ে যেতে দেখেন তাঁরা।

তড়িঘড়ি তাঁরা নদীতে নেমে উদ্ধারের চেষ্টা করেন ততক্ষণে মৃত্যু হয় তিন জনের। তিন যুবকের দেহ উদ্ধার করে পুলিস। ময়নাতদন্তের জন্য দেহ সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাস্তার মোড়ে ব্লেড চালিয়ে নিজের গলার নলি কাটল যুবক, শিউরে উঠলেন পথচলতি মানুষ…

পরিবার জানাচ্ছে, তিন জনই সাঁতার জানত। তবে কীভাবে তারা একসঙ্গে ডুবে গেল, এর পিছনে কী কারণ থাকতে পারে, তা খতিয়ে দেখছে পুলিস। পরিবারের লোক ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।