Poush Mela: চার বছর পর ফের পূর্বপল্লির মাঠেই শান্তিনিকেতনের হারানো পৌষমেলা

Poush Mela: বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ ও চন্দ্রনাথ সিনহা স্পষ্ট করে জানান,  বিশ্বভারতীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্য করা হবে।  কোনরকম অসহযোগিতা এবছর বরদাস্ত করা হবে না।

Poush Mela: চার বছর পর ফের পূর্বপল্লির মাঠেই শান্তিনিকেতনের হারানো পৌষমেলা
পৌষ মেলা (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 25, 2024 | 5:11 PM

বোলপুর: মাঝের চার বছরের ব্যবধান।  বিশ্বভারতীর উদ্যোগে আবারও পৌষ মেলার আয়োজন। পৌষ মেলা উপলক্ষে বিশ্বভারতীতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। পরিদর্শন করে মেলার মাঠ। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সুরেন জেলা প্রশাসনের আধিকারিকরা এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ ও চন্দ্রনাথ সিনহা স্পষ্ট করে জানান,  বিশ্বভারতীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্য করা হবে।  কোনরকম অসহযোগিতা এবছর বরদাস্ত করা হবে না। এবছর পৌষ মেলা হবে ৬ দিনের এবং মেলা তোলার জন্য সময় দেওয়া হবে দু’দিন। কোন কাঠ-কয়লার ব্যবহার করা যাবে না মেলায়। পৌষ মেলার সমস্ত রূপরেখা ঠিক করার জন্য পরবর্তী ক্ষেত্রে আবারও বৈঠক করা হবে জেলা প্রশাসনের সঙ্গে।

প্রসঙ্গত, চার বছর আগে ২০১৯ সালে শেষ বারের মতো পূর্বপল্লিতে হয়েছিল পৌষমেলা। তারপর থেকে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আর পূর্বপল্লিতে পৌষমেলার অনুমতি দেননি। তা নিয়ে রাজ্যের সঙ্গেও বিস্তর জলঘোলা হয়। দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই মেলা তার পর থেকেই বন্ধই ছিল। চলতি বছরে শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগে পূর্বপল্লিতেই আয়োজিত হবে ওই মেলা। সহযোগিতায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।