বীরভূম: মাটি মাফিয়াদের দৌরাত্ম্যের অভিযোগ উঠল বোলপুরে। অভিযোগ, বেআইনিভাবে মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে দুষ্কৃতীর দল। স্থানীয়রা বাধা দিলে রীতিমতো হুমকি দেওয়া হয় বলেও স্থানীয়দের দাবি। এরপরই তাঁরা থানায় জানান। পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেন ঠিকই। তবে এখনও পর্যন্ত কোনও গ্রেফতারির খবর নেই বলেই এলাকার লোকজনের দাবি। এর আগেও শান্তিনিকেতনের একাধিক এলাকায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। এবার ঘটনাস্থল পাড়ুই থানা এলাকার খঞ্জনপুর গ্রাম। বোলপুর শান্তিনিকেতন এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ নতুন নয়। এলাকার লোকজন এ নিয়ে প্রশাসনের ভূমিকায়ও যে খুব একটা খুশি এমনও নয়। খঞ্জনপুর ও সংলগ্ন গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এই মাটি মাফিয়াদের অপকর্মের কারণে ক্ষতি হচ্ছে চাষের জমির। এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে। সবসময় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে থাকছে। শুক্রবার এলাকার প্রায় পাঁচটি গ্রামের মানুষ অভিযোগ তোলেন, মাটি মাফিয়ারা চাষের জমি থেকে পর্যন্ত মাটি কেটে নিচ্ছে।
যথেচ্ছভাবে মাটি কাটার কারণে, রাস্তা বেহাল হচ্ছে। এমনকী মাটি মাফিয়াদের কিছু বলতে গেলে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এরপরই তারা বিষয়টি পাড়ুই থানায় জানায়। শুক্রবার গ্রামে যায় পুলিশ। সেখান থেকে মাটি বোঝাই চারটি ট্রাক্টর, একটি জেসিবি মেশিন আটক করা হয়। যদিও কাউকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এলাকার লোকেরা।
স্থানীয়দের অভিযোগ, প্রবল বৃষ্টি এমনিই রাস্তাগুলির ক্ষতি করে। এই সময় আবার মাটি বোঝাই ট্রাক্টরের যাতায়াতের কারণে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। মাটি পড়ে রাস্তা একেবারে পিছল। দিনের পর দিন এক ছবি। ইদানিং মাত্রা ছাড়াচ্ছে অত্যাচার।