Birbhum: কেষ্ট আসতেই কাজলের খেলা শুরু, বললেন ‘চুড়ি পরে বসে নেই, যে দিন গোটাব, গুটিয়ে দেব’

হিমাদ্রী মণ্ডল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 26, 2024 | 2:03 PM

Birbhum: ধবার দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডল বৈঠক ডাকলেও, সেই বৈঠকে দেখা যায়নি কাজল শেখকে। তিনি জানিয়েছেন, এক নেতা অসুস্থ থাকায়, সেখানে গিয়েছিলেন তিনি। ওই বৈঠকেই অনুব্রত জানিয়েছেন, কালীপুজোর পর তিনি ব্লকে ব্লকে ঘুরবেন।  

Birbhum: কেষ্ট আসতেই কাজলের খেলা শুরু, বললেন চুড়ি পরে বসে নেই, যে দিন গোটাব, গুটিয়ে দেব
কাজল শেখ
Image Credit source: TV9 Bangla

Follow Us

বীরভূম: অনুব্রতর প্রত্যাবর্তনে সরগরম বীরভূম। আবারও রাজ্য রাজনীতির খবরের শিরোনামে লালমাটির জেলা। রাস্তায় না নামলেও আপাতত অফিস ঘর থেকেই নিজের উপস্থিতি জানান নিচ্ছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত। তিহাড় জেল থেকে জেলায় ফেরার ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠকও সেরে ফেলেছেন তিনি। সেই আবহেই জেলার আর এক তৃণমূল নেতা তথা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখের গলায় শোনা গেল হুঁশিয়ারির সুর। কর্মিসভায় তিনি বুঝিয়ে দিলেন, কোনও ‘গ্রুপবাজি’ চান না।

বুধবার নানুরে এক কর্মিসভায় যোগ দেন কাজল শেখ। সেখানে কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে কাজল শেখ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলার অভিভাবক অনুব্রত মণ্ডল যে দিশা দেখাবেন, সেই পথেই চলব। দয়া করে কেউ গ্রুপবাজি করবেন না। ফল ভাল হবে না।” একই সঙ্গে কাজল শেখ বলেন, “আমি সব খেলা খেলতে জানি। দাবাও খেলতে জানি, হাডুডু খেলতেও জানি। শুধু ‘খেলা হবে’ গান শুনলে লাভ হবে না।”

গরু পাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পর বীরভূমে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। নাম জড়িয়েছে শাসক দলের একটা বড় অংশের। কিন্তু কাজল শেখের দাবি, তিনি এসবের মধ্যে নেই। তৃণমূল নেতা বলেন, “আমি পঞ্চায়েত থেকে পার্সেন্টেজ খেতে আসিনি। নদীর বালি থেকে পয়সা নিতে আসিনি। যদি বাঁকা পথে চল, সোজা পথে আনার রাস্তা আমাদের জানা আছে। চুড়ি পরে বসে নেই। যে দিন গোটাব, সে দিন গুটিয়ে দেব।”

কাজলের এই মন্তব্যে, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কথাই মনে করাচ্ছে বিরোধীরা। বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, “কাজল শেখ হুমকি দেবে না তো কে দেবে! যতদিন কেষ্ট থাকবে, কাজল থাকবে, ততদিন লবিবাজি চলবে। কেষ্ট আসার পর খেলা হচ্ছে, আমরা খেলা দেখছি।” উল্লেখ্য, বুধবার দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডল বৈঠক ডাকলেও, সেই বৈঠকে দেখা যায়নি কাজল শেখকে। তিনি জানিয়েছেন, এক নেতা অসুস্থ থাকায়, সেখানে গিয়েছিলেন তিনি। ওই বৈঠকেই অনুব্রত জানিয়েছেন, কালীপুজোর পর তিনি ব্লকে ব্লকে ঘুরবেন।

Next Article