বীরভূম: মুখ্যমন্ত্রীর বোলপুর সফরের আগে তৃণমূলের দলীয় পতাকা, ফেস্টুন খুলে তা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের আঙুল বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি সে অভিযোগ মানতে নারাজ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার দুপুরে বোলপুরের গীতাঞ্জলী স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন ১১ জন প্রার্থী এবং বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অভিযোগ তার আগেই শান্তিনিকেতন থানার সুভাষপল্লিতে রাতের অন্ধকারে তৃণমূলের কার্যালয়ের কাছে সমস্ত পতাকা, ফেস্টুন খুলে ফেলে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি পুড়িয়েও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন: দায়িত্বে অবিচল কনস্টেবল পাননি ছুটি, থানাতেই গায়ে হলুদ দিলেন সহকর্মীরা
তৃণমূলের অভিযোগ, তাদের দলনেত্রী আসছেন। তার আগে এলাকায় অশান্তি করার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের বক্তব্য, তৃণমূলের লোকেরাই নিজেদের দলের পতাকা, ফেস্টুন খুলে পুড়িয়ে দিচ্ছে। ক্ষমতায় আর থাকবে না বুঝে গিয়েছে। তাই এলাকায় অশান্তি পাকানোর জন্য তারা নিজেরাই এসব করছে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।
আরও পড়ুন: করোনার রক্তচক্ষু উপেক্ষা করেই মেলা, বন্ধ করতে বলে বেধড়ক ‘মার’ খেল পুলিশ