Poush mela: পথের কাঁটা ওমিক্রন! এই বছরও বাতিল পৌষ মেলা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 21, 2021 | 1:48 PM

Santiketan: তবে বন্ধ থাকছে না পৌষ উৎসব।

Poush mela: পথের কাঁটা ওমিক্রন! এই বছরও বাতিল পৌষ মেলা
এই বছরও বন্ধ শান্তিনিকেতনের পৌষমেলা (নিজস্ব ছবি)

Follow Us

বীরভূম: প্রায় দেড় বছরের বেশি সময় ধরে করোনায় জর্জরিত দেশ (India)। কিছুটা নিয়ন্ত্রণে এলেও নতুন করে আবার তৈরি হয়েছে ওমিক্রন আতঙ্ক। এই রাজ্যেও এখনও অবধি একজনের শরীরে মিলেছে ওমিক্রন। এইসকল পরিস্থিতির কথা বিচার করে শান্তিনিকেতনে এইবছরও হচ্ছে না পৌষমেলা। তবে খুশির খবর যে মেলা বন্ধ থাকলেও বন্ধ থাকছে না পৌষ উৎসব।

প্রত্যেক বছরের মতোই ৭ই পৌষ থেকে ৯ই পৌষ বিভিন্ন অনুষ্ঠান যেমন বৈতালিক, সানাই, উপাসনার মাধ্যমে পালিত হবে পৌষ উৎসব। শুধু তাই নয় এর সঙ্গে ২৫ ডিসেম্বর পালিত হবে খ্রিষ্ট উৎসব। পাশাপাশি পালিত হবে শিক্ষাক্ষেত্রের সমাবর্তন অনুষ্ঠান। সেই উপলক্ষে ইতিমধ্যেই আম্রকুঞ্জে জহর বেদি আলপনায় সেজে উঠেছে।

এদিকে, ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ী সংগঠন। একজন ব্যবসায়ীর কথায়, প্রতি বছর পৌষমেলায় স্টল দিতাম। বন্ধু-বান্ধব নিয়ে মেলায় ঘুরতে আসতাম। খুবই স্বাদের মেলা ছিল আমাদের কাছে। প্রায় তিনবছর হতে চলল মেলা আর হয় না। স্বাভাবিক ভাবে প্রত্যেকেরই মন খারাপ। অন্যদিকে, মন খারাপ সাধারণ মানুষের। একজন বললেন, “আমরা অনেক ছোট থেকে এই মেলা দেখে আসছি। মেলা বন্ধ হওয়ায় কতটা কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারব না। এখন যখন ছোটদের সঙ্গে গল্প করি খারাপ লাগে। পুরোনো স্মৃতি ফুটে ওঠে। তবে এই বছর থেকে নতুন একটি মেলা চালু হয়েছে বোলপুরে। আশা করব সেই মেলা ভালো লাগবে। ”

তবে করোনা পরিস্থিতির কারণে এই উৎসব হবে সীমিত সংখ্যক মানুষের উপস্থিতিতে। এর পাশাপাশি রয়েছে নির্দিষ্ট পোশাক বিধি, এবং অনুষ্ঠানের মধ্যে মোবাইল ফোন নিয়ে যাওয়া বারণ করা হয়েছে।

আরও পড়ুন: KMC Election Result 2021: ঘাসফুলের জোয়ারেও পদ্ম ফুটিয়েছেন সজল, বললেন ‘ষড়যন্ত্রের জবাব’

আরও পড়ুন: KMC Election Results 2021 Updates: গণ উৎসবে গণতন্ত্রের জয়, কালীঘাটে বললেন মমতা

Next Article