WB Panchayat Polls 2023: ‘২০০৮ সালে আমিই মহিলা সংগঠন তৈরি করি, এখন কি না আমায়ই বাদ দিল…’, ক্ষোভ উগরে কংগ্রেসে যোগদান তৃণমূল নেত্রীর

TMC Leader switch party: বুধবার বাঁকুড়া জেলায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আর তারপরই দলে বড়সড় ভাঙন। বাঁকুড়ার সারেঙ্গার দীর্ঘদিনের সংগঠক তথা মহিলা তৃণমূলের বাঁকুড়া জেলা সহ সভানেত্রী কৃষ্ণা দত্ত যোগ দিলেন কংগ্রেসে।

WB Panchayat Polls 2023: '২০০৮ সালে আমিই মহিলা সংগঠন তৈরি করি, এখন কি না আমায়ই বাদ দিল...', ক্ষোভ উগরে কংগ্রেসে যোগদান তৃণমূল নেত্রীর
কংগ্রেসে যোগদান তৃণমূল নেতৃত্বর (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 7:23 AM

বাঁকুড়া: ভোটের প্রাক্কালে দলবদল অব্যাহত। এবার বাঁকুড়ায় বড় চমক। টিকিট না পেয়ে কংগ্রেসে (Congress) যোগ দিলেন তৃণমূলের বাঁকুড়া (TMC Bankura) জেলা সহ সভানেত্রী কৃষ্ণা দত্ত (Krisna Dutta)। সঙ্গে প্রাক্তন দলের বিরুদ্ধে উগরে দিলেন একরাশ ক্ষোভ।

বুধবার বাঁকুড়া জেলায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আর তারপরই দলে বড়সড় ভাঙন। বাঁকুড়ার সারেঙ্গার দীর্ঘদিনের সংগঠক তথা মহিলা তৃণমূলের বাঁকুড়া জেলা সহ সভানেত্রী কৃষ্ণা দত্ত যোগ দিলেন কংগ্রেসে। গতকাল রাতে সারেঙ্গায় কংগ্রেসের দলীয় কার্যালয়ে তাঁর হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন বাঁকুড়া জেলায় গ্রাম পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা নয়ন দাস চক্রবর্তী।

কংগ্রেসে যোগ দিয়েই স্থানীয় তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় দাঁড় করান কৃষ্ণা। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল করে আসছেন। এলাকায় মহিলা তৃণমূলের সংগঠন গড়ে তোলার কাজ যেমন তিনি একাহাতে সামলেছেন তেমনই গত তিনবার মানুষের ভোটে জিতে তিনি পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধিও হয়েছেন। এবার তাঁকে পঞ্চায়েত সমিতির প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। সেই মতো তিনি প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকায় তিনি দল ছাড়ছেন। কৃষ্ণাদেবী বলেন, “২০০৮ প্রথম তৃণমূলে আসি। তখন মহিলা বলতে সংগঠন কিছুই ছিল না। তারপর মহিলা সংগঠন আমি তৈরি করি। ২০০৮ সালে সিপিএম পরিচালিত পঞ্চায়েতে আমি একমাত্র জিতেছিলাম। এবারও আমায় প্রার্থী করবে তৃণমূল বলেছিল। আমি মিটিংও করি। হঠাৎ করে প্রার্থী লিস্টে দেখি আমি নেই! আমার খুব খারাপ লেগেছে। এটা কেন করল আমার সঙ্গে দল? আমি থাকলে অনেকের অসুবিধা হতে পারে। আমায় যোগ্য সম্মান দেওয়া হয়নি।”

কংগ্রেস নেতৃত্বের দাবি কৃষ্ণা দত্তর মতো যোগ্য সংগঠক দলে আসায় পঞ্চায়েত নির্বাচনের আগে দল সারেঙ্গা এলাকায় শক্তিশালী হল। দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে কৃষ্ণা দত্তকে পঞ্চায়েত সমিতি স্তরে প্রার্থী করার আশ্বাস দিয়েছে কংগ্রেস।

যদিও, তৃণমূল নেতৃত্বের দাবি কৃষ্ণা দত্ত ভোটের মুখে দলবদল করলেও নির্বাচনে তার কোনও প্রভাব পড়বে না। তৃণমূল নেতৃত্বের যুক্তি কৃষ্ণা দত্তর বিরুদ্ধে কোনও দুর্নীতি থেকে থাকতে পারে। তাই দল তাঁকে টিকিট দেয়নি।