ফের উত্তপ্ত নানুর, বিজেপি কর্মীদের লক্ষ্য করে ‘বোমাবাজি’

Apr 04, 2021 | 9:53 AM

ভোটের আগে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত নানুর (Nanur)।

ফের উত্তপ্ত নানুর, বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি
নিজস্ব চিত্র

Follow Us

বীরভূম: ভোটের আগে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত নানুর (Nanur)। বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালনার অভিযোগ। তির তৃণমূলের দিকে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

শনিবার রাতে বীরভূমের নানুরের গোপডিহি গ্রামে উত্তেজনা ছড়ায়৷ বিজেপির বক্তব্য, বিজেপি প্রার্থীর প্রচারের আগে দলীয় কর্মীরা এলাকায় মিটিং করছিল। মিটিং থেকে ফেরার পথেই বিজেপি কর্মীদের ওপর হাতমলা হয় বলে অভিযোগ। তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বন্দুকের বাঁট দিয়েও মারা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: সংখ্যাগরিষ্ঠতা পেলেও ‘গদ্দারদের’ জন্য আসনচ্যুত হওয়ার আশঙ্কা মমতার

বোমা নিয়ে তৃণমূলের জনা পঁচিশেক দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নানুর থানার পুলিশ। তৃণমূলের পাল্টা অভিযোগ, রাতে প্রচার চলাকালীন তাদের কর্মীদের উপর বোমা নিয়ে হামলা চালায় বিজেপি। রাতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নানুর থানার পুলিশ। ঘটনার পর থেকে থমথমে এলাকা।

Next Article