বীরভূম: শেষ দফার নির্বাচনে (West Bengal Assembly Election 2021 Phase 8) অতি স্পর্শকাতর এলাকা বীরভূম (Birbhum)। শুরু থেকেই কড়া নজর রাখছে কমিশন। এরই মধ্যে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে। বোমা খোঁজার অছিলায় বিজেপি কর্মীদের বাড়ি ঢুকে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
অষ্টম দফা ভোট গ্রহণের আগের রাতেই উত্তপ্ত বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের হাতিয়া হাজরা পাড়া। সেখানে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে। হাতিয়া হাজরাপাড়ার বাসিন্দা শান্তনা হাজরার অভিযোগ, তাঁরা বিজেপির সমর্থক। রাতে তাঁদের বাড়ি ভাঙচুর করেছে পুলিশ।
এদিকে, লাভপুর বিধানসভার হাতিয়া গ্রামে বিজেপি কর্মী কদম হাজরার বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এক্ষেত্রে তির পুলিশের দিকেই। গ্রামে চাপা উত্তেজনা রয়েছে।