BJP Bikhov: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির বিক্ষোভ-কর্মসূচি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 26, 2023 | 9:41 PM

নিশীথ প্রামাণিকের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর পাল্টা দাবি, বিজেপির প্ররোচনাতেই গন্ডগোল হয়েছে।

BJP Bikhov: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির বিক্ষোভ-কর্মসূচি
রাজ্যজুড়ে বিজেপির বিক্ষোভ-কর্মসূচি।

Follow Us

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার প্রতিবাদে শনিবার দুপুর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় থানা ঘেরাও কর্মসূচি করে বিজেপি। থানার সামনে বসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়াতেও দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের। দুপুর থেকে দফায়-দফায় বিজেপির এই বিক্ষোভ-কর্মসূচির জেরে অনেক জায়গায় রাস্তা অবরোধও হয় এবং যানজটের সৃষ্টি হয়। তবে প্রতিটি থানাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। অন্যদিকে, নিশীথ প্রামাণিকের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর পাল্টা দাবি, বিজেপির প্ররোচনাতেই গন্ডগোল হয়েছে।

থানা ঘেরাও কর্মসূচির তালিকায় রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতাও বাদ ছিল না। বিজেপি কর্মী-সমর্থকেরা বেহালা থানা ঘেরাও করে ডেপুটেশন দেওয়ার পর হরিদেবপুর থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান। একেবারে রাস্তা অবরোধ করে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ কর্মসূচি করেন বিজেপির কর্মী-সমর্থকেরা।

একইভাবে বসিরহাট বিজেপি সংগঠনিক জেলার পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি ও রাস্তা অবরোধ করা হয়। যদিও পুলিশের তৎপরতায় অবরোধ-বিক্ষোভ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

আবার খানাকুল থানার সামনে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। এই বিক্ষোভে নেতৃত্ব দেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। এছাড়া জেলা বিজেপি নেতৃত্ব থেকে মহিলা মোর্চা নেত্রী উপস্থিত ছিলেন।

কোচবিহারের দিনহাটায় হামলার মুখে পড়েছিলেন নিশীথ প্রামাণিক। প্রতিবাদে এদিন কোচবিহার থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নেন খোদ বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। থানার সামনে ছিল বিশাল পুলিশ বাহিনী। থানার সামনে দাঁড়িয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা।

আবার দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির তরফে বালুরঘাট থানার পাশাপাশি অন্যান্য থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। থানা ঘেরাও বিক্ষোভের আগে বালুরঘাটে জেলা বিজেপি কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিলও করা হয়। মিছিলটি জেলা কার্যালয় থেকে বেরিয়ে থানায় এসে শেষ হয়। এদিকে বিজেপির ঘেরাও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশাল পুলিশ মোতায়েন ছিল বালুরঘাট থানা চত্বরে।

আবার বাঁকুড়ার ধলডাঙ্গায় ৬০ নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। এই অবরোধ কর্মসূচী নেতৃত্ব দেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। মিনিট পাঁচেকের প্রতিকি অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে যানবাহন। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দিয়ে যানজট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

সবমিলিয়ে, এদিন দুপুর থেকে রাজ্যজুড়ে চলে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। তবে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে পুলিশ সূত্রে খবর।

Next Article