Student Missing: বন্ধুদের সঙ্গে লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ, নিখোঁজ একাদশ শ্রেণির ছাত্র
গঙ্গা পারাপারের সময় লঞ্চ থেকে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের কাছে সাঁতার কাটার জন্য ঝাঁপ মারে। তারপরই নিখোঁজ হয়ে যায় একাদশ শ্রেণির ছাত্র সুরজ।
হাওড়া: বন্ধুদের সঙ্গে গঙ্গায় সাঁতার কাটতে মাঝগঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ মেরেছিল। তারপর বন্ধুরা যথাসময়ে সাঁতরে পারে উঠে এলেও একাদশ শ্রেণির ছাত্রটির হদিশ মেলেনি। রবিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে। তারপর ছাত্রটির খোঁজে রিভার ট্রাফিক পুলিশের তরফে গঙ্গায় তল্লাশি চালানো হয়। কিন্তু শেষ পাওয়া খবর পর্যন্ত, ছাত্রটির কোনও হদিশ মেলেনি।
পুলিশ জানায়, নিখোঁজ ছাত্রটির নাম সুরজ পাশওয়ান। ১৮ বছর বয়সি সুরজ শিবপুরের উমাচরণ বসু লেনের বাসিন্দা। গঙ্গা পারাপারের সময় লঞ্চ থেকে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের কাছে সাঁতার কাটার জন্য ঝাঁপ মারে। তারপরই নিখোঁজ হয়ে যায় একাদশ শ্রেণির ছাত্র সুরজ। তার খোঁজে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিবপুরের উমাচরণ বসু লেনেরই বাসিন্দা দুই বন্ধুর সঙ্গে এদিন সন্ধ্যায় লঞ্চে করে গঙ্গা পারাপার করছিল। হঠাৎ করেই রামকৃষ্ণপুর ঘাটের কাছে তিন বন্ধু মিলে লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ মারে। তারপর সুরজের দুই বন্ধু সাঁতার কেটে পারে পৌঁছলেও সুরজের হদিশ মেলেনি। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। তারপর রিভার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গঙ্গায় তল্লাশি চালানো হয়। কিন্তু শেষ পাওয়া খবর পর্যন্ত সুরজ পাশওয়ানের কোনও খোঁজ পাওয়া যায়নি। সে আদৌ সাঁতার জানত কিনা, ঠিক কী কারণে লঞ্চ থেকে ঝাঁপ দিয়েছিল, সে ব্যাপারে সুরজের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।