Mamata Banerjee: আমি কী চিজ জানেন তো! চিজ মানে কিন্তু… : মমতা

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 16, 2023 | 6:16 PM

আজ ক্ষমতায় আছে তাই হিরো। ক্ষমতা চলে গেলে হয়ে যাবে জিরো। নাম না করে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Mamata Banerjee: আমি কী চিজ জানেন তো! চিজ মানে কিন্তু... : মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

সাগরদীঘি: বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত সাগরদীঘিতে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যান মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করেন তিনি। প্রয়াত বিধায়ক সুব্রত সাহার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য একনজরে…

  1. এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করেন। কটাক্ষের সুরে তিনি বলেন, “রয়্যাল বেঙ্গল টাইগারকে কি জব্দ করা যায়! কখনও কখনও খাঁচা দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারকে আটকানোর চেষ্টা করা যেতে পারে। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারকে থামানো যায় না।”
  2. নাম না করে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি কী চিজ জানেন তো! চিজ মানে কিন্তু মাখন নয়, আমি কী মানুষ জানেন তো!”
  3. এদিন দলীয় কর্মীদেরও বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যদি কোনও ভুল করে থাকেন, কারও কাছ থেকে প্রাপ্তি নিয়ে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নিন। বারবার ক্ষমা চাইলে মানুষ ক্ষমা করে দেবে। মা-মাটি-মানুষ না থাকলে আমারও কোনও অস্তিত্ব নেই।”
  4. এবছর গঙ্গাসাগরে ৭০ লক্ষ মানুষ এসেছে। কিন্তু, কেন্দ্র কোনও সাহায্য করে না বলে এদিন ফের তোপ দাগেন মুখ্যমন্ত্রী।
  5. ছোটো থেকে বড় সকলকে নিজের যত্ন নেওয়ার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বয়স-বয়স বলাটা ভুল। যতদিন বাঁচবেন, সেটাই আপনার সুস্থতার বয়স।”
  6. মন্ত্রী সুব্রত সাহার অকাল প্রয়াণের কথা উল্লেখ করে এদিন দুঃখপ্রকাশও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঠিক সময়ে চিকিৎসা না করা, নিজের যত্ন না নেওয়ার জন্যই তাঁর মৃত্যু হল। নিজের যত্ন নিলে তিনি আরও ১০ বছর বাঁচতেন বলেও জানান মুখ্যমন্ত্রী।
  7. রাজ্যে রোজ কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে কিন্তু দিল্লি, উত্তরপ্রদেশে নৃশংস খুনের ঘটনা ঘটলেও কেন্দ্রীয় দল যাচ্ছে না বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে তাঁর আরও হুঁশিয়ারি, “বদলা আমি নেব না, তবে বদল আমি করব।”
  8. রাজ্যে ধান, আলু উৎপাদিত হয় জানিয়ে কেন্দ্রের প্রতি মুখ্যমন্ত্রীর তোপ, “টাকা বন্ধ করে আমাকে জব্দ করা যাবে না। বাংলাকে ভাতে মারা যাবে না।”
  9. মুর্শিদাবাদ তথা সারা রাজ্যে তাঁর সরকারের পরিসংখ্যানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
  10. অরিজিৎ মা-মাটি-মানুষের ছেলে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “অরিজিৎ মাটিতে পা রেখে চলেন। ওর কোনও অহঙ্কার নেই। ওর নিজের গুণ-ই সবচেয়ে বড় অহঙ্কার, অলঙ্কার।”
  11. মুর্শিদাবাদ জেলার ছেলে অরিজিৎ খুব ভালো গান করেন। আজ সারা বিশ্বের গর্ব। অরিজিৎ বলেছেন, “জঙ্গিপুরে একটি হাসপাতাল গড়তে চাই। আমি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বলছি, তুমি হাসপাতাল কর। যা-যা সাহায্য লাগবে, জঙ্গিপুরেও যদি তুমি করতে চাও। আমরা সাহায্য করব।”
  12. বাংলা সংস্কৃতির মাটি। এখানে দুর্গাপুজো থেকে মকর সংক্রান্তি, ইদ- সমস্ত উৎসব হয় এবং আগামী দিনেও হবে বলে দাবি জানান মুখ্যমন্ত্রী।
  13. গঙ্গানদীর ভাঙন নিয়েও এদিন কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। ফরাক্কা নিয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি হওয়ার পরেও বাংলায় গঙ্গা ভাঙন রোধে কোনও কাজ করেনি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
  14. সিরাজউদৌল্লা-মিরজাফরের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী আরও বলেন, একজন খারাপ হতে পারে, সবাই খারাপ নয়।
  15. বুলডোজার চালালে বুলডোজার নয়, ক্লোজার হবে বলেও কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  16. বেআইনিভাবে গুজরাট পুলিশ গুজরাট থেকে এসে দিল্লি পুলিশকে সঙ্গে নিয়ে বঙ্গভবন থেকে সব ক্যামেরা তুলে নিয়ে গিয়েছে। সেখানে রাজ্যপাল, প্রধান বিচারপতি থাকেন। তাঁরা কার সঙ্গে কথা বলছেন, সবটাই তুলে নিয়ে গিয়েছে। এই অধিকার কে দিল? এত ঔদ্ধত্য কোথা থেকে এল?
  17. একজন সমাজকর্মীকে বঙ্গভবন থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। বঙ্গভবন পশ্চিমবঙ্গ সরকারের সম্পত্তি। অনুমতি ছাড়া সেখানে কেউ গেলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
  18. জাকিরকে তো প্রাণে মারারও চক্রান্ত করা হয়েছিল। কোনও একজনকে এখানে কাজ করার জন্য দলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি লাইন করে কোন লোকটা তৃণমূলের শক্তিশালী, তাঁর বাড়িতে লোক পাঠিয়ে দিচ্ছে। অন্যের বাড়িতে পাঠানোর আগে নিজের বাড়িতে তল্লাশি চালান। ইডি, সিবিআই-কে দিয়ে তল্লাশি করান।
  19. জাকির বিড়ি শিল্পপতি। তিনি দোষ করলে অবশ্যই আইনত ব্যবস্থা নেবেন। কিন্তু, তিনি কেবল তৃণমূল কংগ্রেস করেন বলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করছেন! জাকিরের ২০ হাজার বিড়ি শ্রমিক রয়েছে। তাঁদের মাইনে দেবে কী ভাবে। কটা বিড়ি শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? কী ভাবে তাঁদের মাইনে দেবে?  জাকির বুঝে নেবে ওদেরটা।
  20. দিদির সুরক্ষা কবচ নিয়ে চারদিকে বিক্ষোভের খবর শোনা যাচ্ছে। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কেউ গেলে সমস্যার কথা নিশ্চয়ই জানাবেন। কারও কথা শুনে কোনও কুৎসা বা অপপ্রচারে কান দেবেন না। আবাস যোজনায় ১৭ লক্ষ নাম বাদ দিয়েছি। তার মধ্যে ভুল করে বিজেপির অনেক নেতা-নেত্রীও নাম তুলেছেন।
  21. দুয়ারে সরকার-এ পঞ্চম পর্যায়ে আবেদনকারী ৭,২০০ মা-বোনকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখান থেকে দেওয়া হচ্ছে। এছাড়া মুরগির বাচ্চা, জমির পাট্টা, জয় জোহার, তপশিলি বন্ধু, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা সহ বিভিন্ন প্রকল্পের পরিষেবা দেওয়া শুরু হল।
  22. দুয়ারে সরকার-এ বাংলা সারা পৃথিবীতে প্রথম। দুয়ারে সরকার কর্মসূচিতে সরকারি আধিকারিকেরা ক্যাম্পে বসছেন। এদিনের সভামঞ্চ থেকে সবুজ সাথীর অষ্টম পর্যায়ে সাইকেল দেওয়া শুরু হল। এদিন সাগরদীঘির মঞ্চ থেকে ৫ হাজার এবং সারা জেলায় ৩০ হাজার সাইকেল দেওয়া হবে। জেলায় মোট ১ লক্ষ ৩০ হাজার পড়ুয়া সাইকেল পাচ্ছে। এদিনের মধ্যেই সকলকে সাইকেল দেওয়ার কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
  23. এদিন মুর্শিদাবাদের জন্য একগুচ্ছ প্রকল্পেরও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ৭০০ কোটি টাকার বেশি প্রকল্প মুর্শিদাবাদকে দেওয়া হল এবং ৭৯ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস হল।
  24. নাম না করে প্রধানমন্ত্রীকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতা দেখাচ্ছ? আজ ক্ষমতায় আছে বলে হিরো। কাল ক্ষমতা না থাকলে হয়ে যাবে জিরো। বিগ জিরো।
  25. বিজেপির সঙ্গে সিপিএম, কংগ্রেস একজোট হয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকেরা কেন টাকা পাবে না? CPM, BJP জবাব দাও। রাম-বাম-শ্যাম এক হয়েছে। আমাকে ভাতে মারতে গিয়ে আমার মা-বোনেদের ভাতে মারছে। শ্রমিক, কৃষক, গরীব মজদুরকে ভাতে মারছ!
  26. কেউ যদি এই টাকা নিজস্ব জমিদারি, নিজস্ব তহবিল ভেবে থাকেন, তাহলে ভুল করছেন।
  27. বাংলা লড়াই করে, তাই টাকা পাচ্ছে না।
  28. OBC-র সব টাকা বন্ধ।
  29. বকেয়া ৬ হাজার টাকা কেন্দ্র দেয়নি।
  30. বাংলা থেকে GST-র মাধ্যমে কর তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু, বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না।
  31. বাংলাকে ভাতে মারা চলবে না। কৃষক, শ্রমিককে ভাতে মেরে বাংলাকে, বিরোধী দলগুলিকেCM Ma
  32. কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা, গ্রামীণ বাড়ি, গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না।

 

Next Article