তুফানগঞ্জ: ভোট হয়নি, তার আগেই জয় ঘোযণা। বৃহস্পতিবার ছিল ভোট প্রচারের শেষ দিন। আর সে দিনই বিজয় মিছিলে মাতল ঘাসফুল শিবির। এমনই ছবি দেখা গিয়েছে কোচবিহারের তুফাগঞ্জে। কীভবে এল জয়? বিরোধী প্রার্থীদের তৃণমূলে যোগদান করিয়েই গ্রাম পঞ্চায়েত দখলের ঘোষণা করা হয়েছে বলে দাবি বিরোধী শিবিরের। তুফানগঞ্জ-২ নম্বর ব্লক তৃণমূলের সহ সভাপতি তথা ৩৪ নম্বর জেলা পরিষদের প্রার্থী নিরঞ্জন সরকার বিজয় মিছিলের আয়োজন করেন। ফলিমারী গ্রাম পঞ্চায়েতে বিজয় মিছিল চলে দিনভর। আনা হয় ডিজে, বাজানো হয় ঢাক-ঢোল। সবুজ আবির উড়িয়ে তৃণমূল কর্মীরা মিছিল করেন এদিন।
জেলা পরিষদের প্রার্থী নিরঞ্জন সরকার জানিয়েছেন, ফলিমারী গ্রাম পঞ্চায়েতে ১০টি আসন আছে। বিরোধীরা মনোনয়ন জমা দিতে না পারায় তার মধ্যে দুটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। তার মধ্যে গ্রাম পঞ্চায়েতের ৬ জন বিজেপি প্রার্থী যোগদান করেছেন তৃণমূলে। ফলে জয়ে আর কোনও বাধা রইল না।
তুফানগঞ্জের বিজেপি বিধায়কা মালতী রাভার অভিযোগ, রামপুর ও ফলিমারী এলাকায় তাঁদের দলের কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছেন নিরঞ্জন সরকার। প্রতিটি বুথে বিজেপির প্রার্থী থাকা সত্ত্বেও কী করে তৃণমূল বিজয় মিছিল করল, তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। বিধায়কের আরও দাবি, হুমকি দিয়ে যোগদান করানো হয়েছে প্রার্থীদের। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলেও দাবি করেছেন তিনি।