AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NRC Notice: ফের আরও এক NRC-র নোটিস এল বাংলায়! অসমের বাসিন্দাকে বিয়ে করে চাপে তুফানগঞ্জের মোমিনা

NRC Notice: মোমিনা জানাচ্ছেন, বছর খানেক ধরে নোটিস আসছে তাঁর কাছে। ইতিমধ্যেই তিনটি নোটিস এসেছে। এরইমধ্যে একদিন আগে তাঁর বাড়িতে আসে পুুলিশের লোক। বলা হয় এবার আদালতে হাজির হতেই হবে। হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে।

NRC Notice: ফের আরও এক NRC-র নোটিস এল বাংলায়! অসমের বাসিন্দাকে বিয়ে করে চাপে তুফানগঞ্জের মোমিনা
এল আরও এক এনআরসি-র নোটিস Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jul 31, 2025 | 2:34 PM
Share

ধুবরি: বিতর্কের শুরুটা হয়েছিল দিনহাটার উত্তর ব্রজবাসীকে দিয়ে। তারপর একের পর ঘটনা। পরপর এল এনআরসি-র নোটিস। ভোটমুখী বাংলায় তা নিয়েই তুঙ্গে তরজা। এবার এনআরসি-র নোটিস এল তুফানগঞ্জের মোমিনা বিবির কাছে। পরিবার সূত্রে খবর, বছর চল্লিশ আগে তাঁর সঙ্গে বিয়ে হয়েছিল অসমের ধুবরি জেলার আগমনীর বাসিন্দা জহির মিঞাঁর। কিন্তু, এত বছর পর যে তাঁর কাছে এনআরসি-র নোটিস আসবে তা ভাবতে পারেননি মোমিনা। 

তুফানগঞ্জ-২ ব্লকের বাঁশরাজা প্রথমখন্ড গ্রামের বাসিন্দা মোমিনা বিবি। অসমে এক বছর সংসার করার পর, স্বামীকে সঙ্গে নিয়ে চলে আসেন বাপের বাড়ি বাঁশরাজাতে। ঠিক দু-বছরের মাথায় মোমিনাকে ছেড়ে দেয় স্বামী। তারপর পুনরায় আরও একটি বিয়ে করে বাঁশরাজাতেই সংসার করেন। সেই স্বামীও ছেড়ে চলে যায়। বর্তমানে দুই ছেলে পুত্রবধূদের নিয়ে সংসার তাঁর।  

মোমিনা জানাচ্ছেন, বছর খানেক ধরে নোটিস আসছে তাঁর কাছে। ইতিমধ্যেই তিনটি নোটিস এসেছে। এরইমধ্যে একদিন আগে তাঁর বাড়িতে আসে পুুলিশের লোক। বলা হয় এবার আদালতে হাজির হতেই হবে। হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। 

কয়েকদিন আগে কোচবিহারের আরও এক বাসিন্দার কাছে এসেছে এনআরসি-র নোটিস। আলিপুরদুয়ারেরও আরও এক বাসিন্দা পেয়েছেন এনআরসি-র নোটিস। একজন কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাস, অন্যজন আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল। তা নিয়েও চাপানউতোরের অন্ত নেই। এবার নতুন সংযোজন মোমিনা।