কোচবিহার: অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহেবগঞ্জের সভা থেকে পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্য ব্য়ালট (Ballot) পেপার দেখিয়েছিলেন। সেখানে পছন্দের প্রার্থীর নাম জানিয়ে গোপন ব্যালটে তা জমা দেওয়া যাবে, সেই কথাও জানিয়েছিলেন অভিষেক। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) সভামঞ্চের ঠিক পিছনেই রাখা ছিল সেই ব্যালট বাক্স। কিন্তু অভিষেক সেখান থেকে চলে যেতেই সভামঞ্চের পিছনে থাকা ব্যালট বাক্স ভেঙে গেল। কীভাবে ওই ব্যালট বাক্স ভাঙল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, এদিন ব্যালট বাক্সে পছন্দের প্রার্থীর নাম লিখে জমা দেওয়ার জন্য অনেক মানুষের ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যে হুড়োহুড়ির কারণেই কি ভাঙল ব্য়ালট বাক্স? নাকি পিছনে রয়েছে অন্য কোনও কারণ? সেই নিয়ে কোনও স্পষ্ট ধারণা এখনও পাওয়া যায়নি। এদিকে ব্যালট বাক্স ভেঙে যাওয়ায় ক্ষোভ দেখা গিয়েছে সাধারণ মানুষের মনেও।
প্রসঙ্গত, এদিন দিনহাটার সাহেবগঞ্জ ফুটবল ময়দানে সভামঞ্চ থেকে ব্যালট বাক্সের মাধ্যমে পছন্দের পঞ্চায়েত প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে নেমে যাওয়ার পরই ব্যালট বাক্স ভেঙে পড়ল। পছন্দের প্রার্থীর নাম জানানোর আগেই ভেঙে পড়ে ব্যালট বাক্স। ফলে যাঁরা এদিন প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় অংশ নিতে এসেছিলেন, তাঁদের একাংশের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, এদিন সভামঞ্চ থেকে অভিষেক জানিয়েছিলেন যাঁরা ভিড়ের মধ্যে লাইন দিয়ে ব্যালট বাক্সে নিজেদের পছন্দের প্রার্থীর নাম জানাতে পারবেন না, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়েছে। একটি ফোন নম্বরের কথা মঞ্চ থেকে জানিয়েছিলেন অভিষেক। নম্বরটি হল ৭৮৮৭৭৭৮৮৭৭। সেক্ষেত্রে যাঁরা ব্যালট বাক্সে ভোট দিতে পারবেন না, তাঁরা বাড়ি ফিরে গ্রাম পঞ্চায়েতের নাম, বুথের নাম ও আসন নম্বর উল্লেখ করে পছন্দের প্রার্থীর নাম ওই নম্বরে ফোন করে জানাতে পারবেন। কিন্তু এদিন হঠাৎ করে এই ব্যালট ভেঙে পড়ায় শোরগোল পড়ে গিয়েছে সাহেবগঞ্জে।