Dinhata: নিশীথ-হামলার বিতর্কের মধ্যেই ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠল বিজেপি কার্যালয়-কর্মীর বাড়িতে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Feb 26, 2023 | 12:32 PM

একাধিক বিজেপির নেতা কর্মীদের বাড়ি যেমন ভাঙচুর হয়েছে তেমনি কালমটি এলাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বিজেপি কর্মীর বাড়ি।

Dinhata: নিশীথ-হামলার বিতর্কের মধ্যেই ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠল বিজেপি কার্যালয়-কর্মীর বাড়িতে
দিনহাটায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর

Follow Us

দিনহাটা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ঘিরে শনিবার থেকেই উত্তপ্ত হয়েছে কোচবিহারের দিনহাটা। সেই হামলা ঘিরে বিজেপি ও তৃণমূল কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। বোমা ছোড়া হয়েছ বলেও অভিযোগ করেন নিশীথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসও ছুড়েছে পুলিশ। এর পরই বিষয়টি নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। নিশীথের উপর হামলার পর রাতে একাধিক বিজেপি কর্মীদের বাড়ি এবং একাধিক পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগও উঠেছে। সব মিলিয়ে রবিবার সকাল থেকেই দিনহাটার পরিস্থিতি থমথমে। নিশীথের কনভয়ে হামলা এবং অশান্তির অভিযোগে ১৮ জনকে গ্রেফতারও করা হয়েছে। তাঁদের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার কথাও জানিয়েছে পুলিশ। এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে টুইট করেছেন নিশীথ প্রামাণিকও।

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার পর একাধিক জায়গায় ভাঙচুর হয়েছে বিজেপির কার্যালয়। মিছিল করে এসে দিনহাটার সাহেবগঞ্জ এলাকার বিজেপির দলীয় কার্যালয় শনিবার রাতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। সকাল থেকেই থমথমে অবস্থা দিনহাটা জুড়ে। একাধিক বিজেপির নেতা কর্মীদের বাড়ি যেমন ভাঙচুর হয়েছে তেমনি কালমটি এলাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বিজেপি কর্মীর বাড়ি। বিজেপির ২৬ নম্বর মণ্ডলের সহ সভাপতি কৃষ্ণকান্ত রায়ের বাড়িতে আগুন ধরানোর ও বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে ওই এলাকায়। ঘটনার সময় কৃষ্ণকান্ত বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে। তিনি বাড়ি ফিরে দেখেন তাঁর বাড়ি জ্বলছে। ভেঙে দেওয়া হয়েছে বাড়ি ঘর। বিজেপি করার অপরাধেই এএমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। ১০০ বেশি তৃণমূলকর্মী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তাঁর। যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল।

শনিবারই নিশীথ বলেছিলেন, “এই ধরনের সংস্কৃতি বাংলার বুকে ছিল না। তবে একটাই কথা বলব, দুষ্কৃতীদের দেখে পালানো নয়। চোখে চোখ রেখে লড়াই করাটাই আমার কাজ। আমি মনে করি সাধারণ মানুষকে সাহস দেওয়ার জন্য, বাংলায় যে ভয়ভীতির পরিবেশ আছে, সেটাকে দূর করার জন্য এটাই করতে হবে।” এই বক্তব্যের পাল্টা দেয় তৃণমূলও। তাঁরা অশান্তির জন্য দায়ী করে নিশীথকেই।

Next Article
Dinhata Clash: কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার ১৮, ‘লজ্জাজনক’ বলে টুইট নিশীথের
Nishith Pramanik PC: গাড়িতে বুলেটের দাগ রয়েছে, প্রাণে মেরে ফেলতে চেয়েছিল : নিশীথ