Cooch Behar: ডিএম অফিস ঘেরাও অভিযানে চলল লাঠিচার্জ-জলকামান, নিশীথ প্রামাণিককে নিয়ে যাওয়া হল SP অফিসে, তপ্ত কোচবিহার
Cooch Behar: উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জেলাশাসকের দফতরের অনেকটা কাছে পৌঁছে যান নিশীথ। জেলাশাসকের দফতরের সামনে নিশীথকে ঘিরে রাখে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় জলকামান। কয়েকজন পুলিশকর্মীও আহত হন।
কোচবিহার: ডিএম অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহারে। সকাল থেকেই ডিএম অফিসের বাইরে ব্যারিকেড করে রাখা হয়। সারা শহর পরিক্রম করে ডিএম অফিসের সামনে বিজেপির মিছিল আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রুখে দাঁড়ায় পুলিশ। আর বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে ওপরে ওঠার চেষ্টা করতে থাকেন। বেঁধে যায় ধুন্ধুমারকাণ্ড। বাঁশের ব্যারিকেডের ওপর উঠে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। মিছিলে ছিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। পরিস্থিতি এমনই উত্তপ্ত হয়ে ওঠে, যে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পাল্টা পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জেলাশাসকের দফতরের অনেকটা কাছে পৌঁছে যান নিশীথ। জেলাশাসকের দফতরের সামনে নিশীথকে ঘিরে রাখে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় জলকামান।
এদিকে, নিশীথের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশ কর্মীদের রীতিমতো টানাটানি শুরু হয়ে যায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে পুলিশ কর্মীদের বচসাও শুরু হয়ে যায়। নিশীথ বলেন, “মমতা বন্দ্য়োপাধ্যায় ভয় পাচ্ছেন। তাই পুলিশকে দিয়ে এই ধরনের কাজ করাচ্ছেন।” নিশীথ প্রামাণিককে ধরে নিয়ে যাওয়া হয় পুলিশ সুপারের দফতরে। উল্লেখ্য, এদিন ভিড়ের মধ্যে থেকে ছোড়া ইটের আঘাতে কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)