Dinhata: ভোটের মুখে তপ্ত দিনহাটা, রাস্তাতেই সংঘর্ষে জড়ালেন নিশীথ-উদয়ন

Suman Kalyan Bhadra | Edited By: জয়দীপ দাস

Mar 19, 2024 | 11:24 PM

Dinhata: দিনহাটার সীমান্তবর্তী এলাকা চৌধুরীহাটে ভোটের প্রচারে গিয়েছিলেন নিশীথ। প্রচার সেরে তিনি একের পর এক গ্রাম ঘুরে ভেটাগুড়ির বাড়িতে ফিরছিলেন। এদিকে দিনহাটা সেই সময় দিনহাটা পুরসভার পুরপিতার বাড়িতে উদয়নের জন্মদিন পালন হচ্ছিল উদয়নের।

Dinhata: ভোটের মুখে তপ্ত দিনহাটা, রাস্তাতেই সংঘর্ষে জড়ালেন নিশীথ-উদয়ন
মঙ্গলবার রাতে কোচবিহারের গোলমাল
Image Credit source: TV-9 Bangla

Follow Us

দিনহাটা: লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত দিনহাটা। স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার ঘাসফুল শিবিরের। পাল্টা পদ্ম শিবিরের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তুলে সরব দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। সূত্রের খবর, রাস্তার উপরেই হাতাহাতিতে জড়াতে দেখা গিয়েছে নিশীথ-উদয়নকে। সূত্রের খবর, এদিন উদয়ন গুহর জন্মদিন পালন হচ্ছিল দিনহাটা পৌরসভার চেয়ারম্যানের বাড়িতে। সেখানেই বেশ কিছু তৃণমূলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এদিকে সেই সময় প্রচার সেরে দিনহাটা হয়ে ভেটাগুড়ির দিকে যাচ্ছিলেন নিশীথ। অভিযোগ, তখনই নিশীথ প্রামাণিকের কনভয় ঘিরে ধরে তৃণমূলের কর্মীরা। নিশীথ প্রামাণিকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসাও শুরু হয়ে যায় তৃণমূল কর্মীদের। তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূল কর্মীদের ছত্রভঙ্গ করে সিআরপিএফ। 

দিনহাটার সীমান্তবর্তী এলাকা চৌধুরীহাটে ভোটের প্রচারে গিয়েছিলেন নিশীথ। প্রচার সেরে তিনি একের পর এক গ্রাম ঘুরে ভেটাগুড়ির বাড়িতে ফিরছিলেন। এদিকে দিনহাটা সেই সময় দিনহাটা পুরসভার পুরপিতার বাড়িতে উদয়নের জন্মদিন পালন হচ্ছিল উদয়নের। অভিযোগ নিশীথের কনভয় ওই এলাকায় আসতেই তা ঘিরে ধরার চেষ্টা করা হয়। তখনই নিশীথ প্রামাণিকের দেহরক্ষীরা লাঠিচার্জ করে উত্তেজিত তৃণমূল কর্মীদের ছত্রভঙ্গ করে। 

সূত্রের খবর, তখনই গাড়ি থেকে বেরিয়ে আসেন নিশীথ প্রমাণিক। বেরিয়ে আসেন উদয়ন গুহও। দুজনের মধ্যে রাস্তাতেই বচসা শুরু হয়ে যায়। ঘটনায় বেশ কয়েকজন আহতও হন বলে খবর। ঘটনায় উদয়ন গুহ বলছেন, “আমি যখন গাড়িতে উঠতে যাচ্ছি তখন দেখি মন্ত্রীর কনভয় আসছে। ওই কনভয় থেকে সে মুখ বের করে কী সব বলেছে আর আমাদের ছেলেরা জয় বাংলা জয় বাংলা বলে উঠেছে। তখন দু’জন মহিলা, ওদের জেলা সভাপতিরা মোটা মোটা বাঁশ নিয়ে আমাদের ছেলেদের মারতে শুরু করে। নিরীহ পথচারীদেরও মেরেছে। কেন্দ্রীয় বাহিনী গাড়ি থেকে নেমে আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদের মারতে শুরু করে। তিরও ছুড়েছে। পাথ ছুড়েছে।” যদিও উদয়নের অভিযোগ উড়িয়ে দিয়েছে পদ্ম শিবির। বিজেপির দিনহাটার সভাপতি অজয় রায় বলছেন, “এটা পুরোটাই পূর্বপরিকল্পিত। নিশীথ প্রামাণিকের গাড়ি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। দিনহাটায় যে গণতান্ত্রিক পরিবেশ নেই তা আগে থেকেই দেখে আসছি। এখানে জঙ্গলরাজ চলছে।” অন্যদিকে ইতিমধ্যেই এ ঘটনায় রাজ্য পুলিশের প্রধান তথা ডিজি-র কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

Next Article