AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nisith Pramanik: ‘মমতা ভয় পেয়ে গিয়েছেন’, গণনার আগের দিনই খোঁচা নিশীথের

Nisith Pramanik: নিশীথের কথায় এবার শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। সকলেই ভোট দিতে পেরেছেন। তাহলে ভাঙড়ের পরিস্থিতি নিয়ে কী বলবেন? কিংবা সন্দেশখালি? নিশীথ বললেন, "ভাঙড়ে আইএসএফের মতো দল, তৃণমূলের শক্ত দুর্গ ছিনিয়ে নিয়েছে। সেখানে মানুষ তৃণমূলের বিরুদ্ধে রায় দিয়েছে। এখন সেখানে তো  ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করবেই তৃণমূল।"

Nisith Pramanik: 'মমতা ভয় পেয়ে গিয়েছেন', গণনার আগের দিনই খোঁচা নিশীথের
মমতাকে খোঁচা নিশীথেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 03, 2024 | 2:07 PM
Share

কোচবিহার:  বাংলায় কে কটা আসন পাবে? বিজেপি কটা পেতে চলেছে? বর্তমান পরিস্থিতিতে সেটাই বঙ্গ রাজনীতিতে সবথেকে বেশি আলোচ্য বিষয়। বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক স্পষ্ট বললেন,  ‘বাংলায় ২৫-র বেশি ভোট পাবে বিজেপি। তিরিশোও পেলে অবাক হব না।’ TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিশীথ বললেন, “নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়বে। দেশে ৪০০-বেশি সিট নিয়ে NDA সরকার গঠন করবে। বাংলায় ২৫-এর বেশি সিট পাবে বিজেপি। তবে ৩০ পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। ”

নির্বাচনের শেষ দফার আগে পর্যন্তও বারবার বঙ্গে এসেছেন মোদী-শাহ। বাংলায় এসে বারবার টার্গেট নির্ধারিত করে গিয়েছেন শাহৃ-মোদী। নিশীথ আশাবাদী, উত্তরবঙ্গে তো ভাল ফল করবেই, দক্ষিণবঙ্গে আরও বেশি ভাল ফল করবে বিজেপি। নিশীথ বলেন, “উত্তরবঙ্গের ফলাফল নিশ্চিতভাবে ভালো হবে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের মধ্যে যখন রোড শো হয়েছে, তখন কাতারে কাতারে মানুষ সেই রোড শোয়ে সামিল হয়েছেন। তখনই মানুষের উচ্ছ্বাস দেখে বুঝেছি সাধারণ মানুষের লক্ষ্য কী। নির্বাচনের আগেই মানুষ স্থির করে ফেলেছেন ভোট কোথায় দেবেন। এবার সকলে নিজের ভোট নিজেরা দিয়েছেন। এই নির্বাচনে আমরা আগের থেকে অনেক বিশে বাংলায় আসন পাব। দক্ষিণবঙ্গে আসন বৃদ্ধি পাবে।”

নিশীথের কথায় এবার শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। সকলেই ভোট দিতে পেরেছেন। তাহলে ভাঙড়ের পরিস্থিতি নিয়ে কী বলবেন? কিংবা সন্দেশখালি? নিশীথ বললেন, “ভাঙড়ে আইএসএফের মতো দল, তৃণমূলের শক্ত দুর্গ ছিনিয়ে নিয়েছে। সেখানে মানুষ তৃণমূলের বিরুদ্ধে রায় দিয়েছে। এখন সেখানে তো  ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করবেই তৃণমূল।”

বুথ ফেরত সমীক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলেছেন, তিনি এই সমীক্ষা মানেন না। তাই নিয়ে প্রশ্ন করা হলে নিশীথ প্রামাণিক বলেন, “তৃণমূল আসলে কাউন্টিং এজেন্টদের ধরে রাখতে পারবে না। আর সেই কারণেই এই প্রয়াস। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গিয়েছেন।”