কোচবিহার : রবিবারের সন্ধ্যায় কোচবিহারে ঝড়ের তাণ্ডব। ঝড়ে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েক মিনিটের ঝড় কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে কোচবিহারের বিস্তীর্ণ এলাকা। কোচবিহার ১ নং ব্লকের তাপুরহাট, সুটকাবাড়ি , মোয়ামারী , ঘুঘুমারি সহ একাধিক জায়গায় কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঝড়ের দাপটে উপড়ে গিয়েছে প্রায় শতাধিক বিদ্যুতের খুঁটি। বহু পাকা বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তার কোনও আন্দাজ করা যাচ্ছে না এখনও পর্যন্ত। স্থানীয় প্রশাসন থেকে এমনটাই জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় কয়েক হাজার বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। উড়ে গিয়েছে পুলিশ ফাঁড়ির চালও। রাস্তার ওপর পড়ে রয়েছে বিদ্যুতের ট্রান্সফরমার। ঝড়ের তাণ্ডবের চিহ্ন সর্বত্র। বহু জায়গায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের লাইন উপড়ে পড়েছে। রাজ্য সড়ক কার্যত বন্ধ হয়ে গিয়েছে। চারিদিকে শুধু অ্যাম্বুলেন্সের শব্দ। হাসপাতালে ভর্তি করা হয়েছে বহু আহতকে।
টাপুরহাটের কাকিনা রোডে উপর ভেঙে পড়েছে একটি বিরাট বড় গাছ। ১০০ বছরের পুরানো একটি গাছ পড়ে রয়েছে রাজ্য সড়কের উপর। ফলে দিনহাটার সঙ্গে এই অঞ্চলের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিশালাকায় এই গাছটি ভেঙে পড়ার ফলে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ও দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঝড়ের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ফাঁড়িও। এক পুলিশকর্মী জানিয়েছেন, “বিকেলে আমরা ইভনিং ডিউটির জন্য তৈরি ছিলাম। কিন্তু হঠাৎ এমন ঝড়। আমাদের দুইজন আহত হয়েছেন। অস্ত্রশস্ত্র কী অবস্থায় রয়েছে, তাও জানি না।”
রবিবার সন্ধ্যা থেকেই চলছিল মেঘের গর্জন। তার পর থেকেই শুরু হয় বৃষ্টি। সন্ধে প্রায় ৭ টা থেকে শুরু হয় শিলাবৃষ্টি। সম্প্রতি বিগত কয়েকদিন ধরে পালা করে সকাল সন্ধ্যা বৃষ্টি চলছে কোচবিহার সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় । তবে রবিবার সন্ধ্যায় বৃষ্টির সঙ্গে শিল পড়ায় চাষে ক্ষতির আশঙ্কা করছেন জেলার কৃষকদের অনেকেই।
আরও পড়ুন : Body Recover: বাপ মরা ছেলেদের নিয়ে নতুন করে সংসার মহিলার, এমন সর্বনাশ ভাবতেও পারছে না পরিবার…
আরও পড়ুন : Sukanta Majumdar : দলীয় শৃঙ্খলা সবার আগে, গৌরীশঙ্করদের পদ ছাড়াতেও ‘কড়া’ সুকান্ত