মাথাভাঙা: মামার বাড়িতে ঘুরতে এসে আর ফেরা হল না বাড়ি। মামার ছেলের সঙ্গে ঝিনুক কুড়াতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু তিনজনের। এদিন মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তিন বাচ্চা এদিন জোরপাটকি হাসানের ঘাট এলাকায় ধরলা নদীতে ঝিনুক কুড়াচ্ছিল। তখনই আচমকা তিনজন পা পিছলে জলে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে তিনজনকে উদ্ধার করে। কিন্তু, ততক্ষণে মৃত্যুর কোলে ঢোলে পড়েছে দু’জন।
একজনকে দ্রুত মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠায়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ। নদীর ঘাট থেকে মৃত দুই শিশুকে উদ্ধার করা হয়। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা গজেন দাস বলেন, “দলে একটা মেয়ে দু’টো ছেলে ছিল। খবর পেয়েই আমরা দ্রুত ছুটে আসি। ওদের তিনজনকে একসঙ্গেই আমরা উদ্ধার করি। কিন্তু, উদ্ধার করার পর দেখা যায় আর কেউ বেঁচে নেই। যদিও একজনকে হাসপাতালে পাঠানো হয়েছিল একজনকে। কিন্তু, ডাক্তাররা তাকেও মৃত বলে ঘোষণা করে দেন।” আর এক স্থানীয় বাসিন্দা আবু আল কাসেম বলেন, “নদীতে নেমেছিল। কিন্তু, কিছুদূর যেতেই ওরা তলিয়ে যায়। ওদের সঙ্গে বড় কেউ ছিল না। একজন তলিয়ে যেতেই বাকিরা তাকে বাঁচাতে যায়। কিন্তু, বাকিরাও তলিয়ে যায়। খুবই মর্মান্তিক ঘটনা। শেষ পর্যন্ত তো কাউকেই বাঁচানো গেল না।”