BJP: বিজেপি করার অপরাধে বাজার করতে বাধা, মারধরের অভিযোগ, ‘ও মাতাল’, দাবি তৃণমূলের

Suman Kalyan Bhadra | Edited By: সোমনাথ মিত্র

May 15, 2023 | 5:55 PM

BJP: বিজেপির বুথ সহ-সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অমল রায় নামে ওই বিজেপি কর্মী বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

BJP: বিজেপি করার অপরাধে বাজার করতে বাধা, মারধরের অভিযোগ, ‘ও মাতাল’, দাবি তৃণমূলের
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী

Follow Us

নাটাবাড়ি: নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের মারুগঞ্জের আমলাগুরি বাজারে ৮/৮৮ নম্বর বুথের বিজেপির বুথ সহ-সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দিকে। অমল রায় নামে ওই বিজেপি (BJP) কর্মী বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও শাসক দল তৃণমূলের তরফ থেকে পুরো ঘটনা মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতর শুরু হয়েছে। 

বিজেপির নাটাবাড়ি কেন্দ্রের ২৮ নম্বর মণ্ডল সভাপতি চিরঞ্জিত দাস জানান, বিজেপির বুথ সহ-সভাপতি অমল রায় বাজারে গিয়েছিলেন। বিজেপি করলে বাজার করা যাবে না। এ কথা বলে তাঁকে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রাতেই তাঁরা ওই বিজেপির বুথ সহ-সভাপতি কে ভর্তি করান তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। পাশাপাশি তুফানগঞ্জ থানায় তাঁরা লিখিতভাবে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন। 

তৃণমূলকে কাঠগড়ায় তুলে চিরঞ্জিত দাস বলেন, “৮৮ নম্বর বুথের বিজেপির বুথ সহ-সভাপতি বাজার করতে গিয়েছিলেন। কিন্তু, বিজেপি করার অপরাধে তাঁকে সেখানেই মারধর শুরু করা হয়। বাজার করতেও দেওয়া হয়নি। রক্তাক্ত অবস্থায় আমরা তাঁকে হাসপাতালে ভর্তি করেছি। বিজেপি করলে কেউ বাজার যেতে পারবে না? পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? পুলিশকে মৌখিক অভিযোগ জানানো হয়েছে। লিখিত অভিযোগ জানানো হবে।” এই ঘটনা নিয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে মন্তব্য শাসক দল তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের তুফানগঞ্জ ১ নং ব্লক সহ-সভাপতি রাজশ তন্ত্রি বলেন, “তৃণমূলের এত দুর্দিন আসেনি যে বিজেপি নেতাদের বাজার করা থেকে আটকাতে হবে। যার নাম নিয়ে বিজেপি অপপ্রচার চালাচ্ছে সে এলাকার নামকরা মাতাল। সবাই চেনে। ও রোজ মদ খায়। মদ খেয়ে এলাকায় ঝামেলা করে। গতকালও মদ খেয়ে মাতলামি করলে কিছু লোক গিয়ে চড় থাপ্পড় দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেয়।”  

Next Article