কোচবিহার: এবার উদয়নের ‘দুয়ারে প্রহার’ দাওয়াই। ‘তৃণমূলকে ভোট না দিলে হবে দুয়ারে প্রহার’, হুঁশিয়ারি উদয়ন গুহর। সরকারের সুযোগ নিয়েছেন অনেকে। মিটিং মিছিলে মুখ দেখাচ্ছেন। কিন্তু ভোটদানের সময় অন্য কথা ভাবছেন। তাদের জন্য দুয়ারে প্রহার প্রকল্প। দিনহাটার কর্মিসভায় এমনই মন্তব্য করলেন উদয়ন গুহ।
পুর নির্বাচনকে সামনে রেখে দিনহাটার বিভিন্ন ওয়ার্ডে কর্মিসভা করছেন উদয়ন গুহ। এমনই এক সভা মঞ্চ থেকে কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, “সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে মায়েদের । পুরসভা কোথাও কোথাও নারায়ণ ভান্ডার শুরু করেছে পুরুষদের জন্য । লক্ষ্মীর ভাণ্ডার নারায়ণ ভাণ্ডার সুযোগ-সুবিধা গ্রহণ করে কেউ যদি অন্য প্রার্থীকে ভোট দেন তাহলে তাদের জন্য নতুন প্রকল্প আনবে পুরসভা। যার নাম হবে দুয়ারে প্রহার।”
এই বক্তব্য রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের রাজনীতিতে । মঞ্চে দাঁড়িয়ে হাত উঁচিয়ে যখন কর্মীদের উদ্দেশে ভাষণ দিয়েছেন উদয়ন গুহ, তখন একদিকে যেমন হাততালির জোয়ার বয়েছে, তেমনই উঠেছে নিন্দার ঝড়ও। তৃণমূল কর্মীদেরই একাংশের অভিযোগ, এর ফলে ভাষা সন্ত্রাস ছড়াবে এলাকায়। তৃণমূলের অনেক নেতাই উদয়ন গুহর এই বক্তব্য মেনে নিতে পারেননি । তৃণমূলের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ স্পষ্টভাবে জানিয়েছেন, “তৃণমূল উদয়নের এই বক্তব্য অনুমোদন করে না । মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষদের জন্য দুয়ারে সরকার প্রকল্প নিয়ে এসেছেন। সরকারকে এই ভাবে হেয় করার কোন এক্তিয়ার নেই উদয়ন গুহর ।”
পুরসভা নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই বিরোধীরাও এই ইস্যুতে কোমর বেঁধেছেন। তবে বিতর্কের পরও নিজের অবস্থানে অনড় উদয়ন গুহ। তিনি যে কেবল কর্মিসভায় এই মন্তব্য করেছেন তেমনটা নয়, এই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে TV9 বাংলার প্রতিনিধির কাছেও আরও একবার সেই বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন তিনি।
উদয়ন গুহর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “উদয়ন গুহর কাছে গোটা বঙ্গ সমাজের কৃতজ্ঞ থাকার উচিত। সংবাদমাধ্যমকে অভিনন্দন জানানো উচিত। কারণ তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত যেভাবে চলেছে, সেটাই অত্যন্ত সহজ সরলভাবে উপস্থাপিত করেছেন উদয়ন গুহ। এই ভাবেই তৃণমূল কংগ্রেস প্রত্যেক নির্বাচনে অংশগ্রহণ করে। এই ভাবেই তৃণমূল গত ১০ বছর ধরে এগিয়েছে চলেছে। এটাই তৃণমূলের মোডাস অপারেন্ডি। সিপিএম আগে বলত গরিবের পাশে সিপিএম আছে। তাই বড়লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদার করতে আপনারা বামফ্রন্টকে ভোট দিন। অন্য সরকার হলে বুর্জোয়ার সরকার হবে। কিন্তু সিপিএম কী কী প্রকল্প এনেছে? উদয়ন গুহর পদ্ধতিটা জানা আছে।”
আরও পড়ুন: Coochbehar: তুমি যে এ ঘরে… গোটা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে চিতাবাঘ, হাড়হিম করা দৃশ্য কোচবিহারে