West Bengal Assembly Election 2021 Phase 4: লজ্জার ভোট! বুথের ভিতর মায়ের বুক থেকে কেড়ে নেওয়া হল দেড় বছরের শিশুকে! সন্তানকে হারিয়ে বুক ফাটা কান্না মায়ের
শীতলকুচির (Sitalkuchi) জোরপাটকি এলাকায় ভোট চতুর্থীর (West Bengal Assembly Election 2021) লজ্জাজনক ঘটনা।
TV9 বাংলার ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে বার বার ঢুকরে কেঁদে উঠেছেন মধ্য চল্লিশের ওই মহিলা। বললেন, “দাদা আমি কোনও সরকারই চাই না। শুধু আমার বাচ্চাটাকে ফিরত চাই।” ঠিক কী ঘটেছিল? প্রশ্ন করতেই হাউ হাউ করে ওই মহিলা বললেন, “আমি সবেমাত্র ভোট দিতে গিয়েছিলাম। বুথের ভিতর ঢুকেছি। বোতামও টিপি নি দাদা। হঠাৎ মারপিট বুথের ভিতর। অনেকের মাথায় রক্ত। আমার চুলের মুঠি ধরে মারা হল। বুক থেকে বাচ্চাটাকে কেড়ে নিল। সব মুসলিম মহিলা ছিল। কে কেড়ে নিল বুঝলাম না। ভিড়ের মধ্যে কিচ্ছু বুঝলাম না। এখন আমার বাচ্চাটাকে কোথায় পাই দাদা?” মহিলার আরও অভিযোগ, দেড় বছরের শিশুকে আছড়ে মেরে ফেলার হমকি দেওয়া হয়।
এই মায়ের কোনও উত্তরই দিতে পারেননি কোনও রাজনৈতিক দলের নেতারা। তবে দেড় বছরের সন্তানহারা মায়ের আর্তনাদ ছাপিয়ে যাচ্ছে শীতলকুচি জোরপাটকির সমস্ত বোমা-গুলি-ভারি বুটের আওয়াজকে।
ভোট চতুর্থীর সকাল থেকেই হিংসার নিরিখে লাইমলাইটে শীতলকুচি। রাত থেকে কড়া প্রহরা ছিল কেন্দ্রীয় বাহিনী, পুলিশের। নজর কমিশনেরও। তবুও রোখা সম্ভব হল না হিংসা। সকালেই পাঠানটুলিতে আনন্দ বর্মন নামে তেইশ বছরের এক তরুণের মৃত্যু হয়। তিনি বিজেপি কর্মী বলে দাবি। এই অভিযোগ ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার কাণ্ড বাধে সকালেই।
ভোটের সাম্প্রতিকতম খবর জানতে ক্লিক করুন
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় গ্রামবাসীদের। ঘণ্টা খানেকের খবর আসে মাথাভাঙা ও শীতলকুচির মধ্যবর্তী এলাকা জোরপাটকিতে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেখানে চার জনের মৃত্যুর খবর পাওয়া যায়। গুলি চালনার কথা স্বীকার করেছে কমিশন। আত্মরক্ষার জন্য আধা সেনা গুলি চালিয়েছে বলে কমিশন উল্লেখ করেছে। গোটা ঘটনায় উদ্বিগ্ন কমিশনও।