বালুরঘাট: বঙ্গ বিজেপির ২০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে শনিবার সন্ধ্যাতেই। বালুরঘাট লোকসভা আসনে বিজেপির প্রার্থী হিসেবে সুকান্ত মজুমদারের নাম সামনে এসেছে। শনিবার সন্ধ্যে বেলা দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সুকান্ত মজুমদারের নাম ঘোষণা করতেই বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে কার্যত উৎসব শুরু হয়ে যায়। আতসবাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকরা। বালুরঘাট জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা। এদিন আনন্দে উল্লাসের পাশাপাশি বিজেপির পক্ষ থেকে দেয়াল লিখনের মধ্য দিয়ে নির্বাচনের প্রচার শুরু করা হল। এদিন বালুরঘাটে দলীয় কার্যালয়ের পাশেই জেলা বিজেপির তরফে দেওয়াল লিখন করা হয়।
২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন সুকান্ত মজুমদার। সুকান্তের পারফরম্যান্সে খুশি কেন্দ্রীয় নেতৃত্বও। ২০২১ এর বিধানসভা নির্বাচনে সুকান্তকে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত করে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এদিকে গত সপ্তাহে জেলায় এসে প্রার্থী হওয়ার আভাস দিয়েছিলেন সুকান্ত। এবার কেন্দ্রীয় বিজেপির তরফে সেই আভাসেই সিলমোহর পড়ল।
কীভাবে দেখছেন বিজেপির রাজ্য সভাপতি বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, আমি একজন দলের কর্মী। দল আমাকে দ্বিতীয়বারের জন্য দায়িত্ব দিয়েছে বালুরঘাট লোকসভা আসন জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া। এর জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমার বিশ্বাস আমার জেলার মানুষ আমার লোকসভার মানুষ আমার পাশে থাকবে। গত পাঁচ বছরে কী কাজ করেছি, সেই কাজের হিসাব নিয়ে আমি মানুষের কাছে ভোট চাইতে যাব। মিথ্যা প্রতিশ্রুতি নয়, যা করেছি তার হিসাব দেব। এতদিন যেভাবে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম আগামীতেও আমি মানুষের পাশে থাকব। মানুষের জন্য কাজ করে যাব।
অন্যদিকে এ বিষয়ে তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, সুকান্ত বাবু বিজেপির প্রার্থী হয়েছেন। আমাদের তরফ থেকে ওনাকে স্বাগত জানাই। এখন শুরু হবে উন্নয়ন বনাম প্রতিশ্রুতি লড়াই। আমরাও লড়াইয়ের ময়দানে প্রস্তুত।