Balurghat: সন্তান প্রসবের পর একসঙ্গে অসুস্থ হন ৮ প্রসূতি, সপ্তাহ ঘুরে সুস্থ হয়ে ফিরলেন ঘরে
Balurghat: প্রসঙ্গত, গত ১৮ জুলাই রাতে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি থাকা আট জন প্রসূতি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অভিযোগ, একটি নির্দিষ্ট ইনঞ্জেকশনোত দেওয়ার পরই রোগীদের খিঁচুনি, শ্বাসকষ্ট ও কাঁপুনি শুরু হয়।

বালুরঘাট: প্রায় এক সপ্তাহ পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে অসুস্থ হওয়া ৮ প্রসূতি। বৃহস্পতিবার বিকালে সরকারি অ্যাম্বুলেন্সে করে তাঁদের বাড়ি পাঠানো হয়। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার আগে প্রত্যেক রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে দেখা করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সুদীপ দাস, হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ-সহ প্রশাসনের অন্যান্য কর্তারা। এখন থেকে আগামী ছয় মাস ওই প্রসূতিদের বিশেষ পর্যবেক্ষণে রাখবে হাসপাতাল। নির্দিষ্ট সময়ে করা হবে স্বাস্থ্য পরীক্ষা। যদিও ৮ জন একসঙ্গে কীভাবে অসুস্থ হলেন, তা এখনও স্পষ্ট নয়। নমুনা পরীক্ষার রিপোর্ট এলেই প্রকৃত কারণ জানা যাবে বলে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সুদীপ দাস।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই রাতে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি থাকা আট জন প্রসূতি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অভিযোগ, একটি নির্দিষ্ট ইনঞ্জেকশনোত দেওয়ার পরই রোগীদের খিঁচুনি, শ্বাসকষ্ট ও কাঁপুনি শুরু হয়। ঘটনার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং রোগীদের পরিজনরা বিক্ষোভ দেখান। দ্রুত রোগীদের সিসিইউ বিভাগে স্থানান্তর করা হয় এবং গঠন করা হয় তিন সদস্যের মেডিক্যাল বোর্ড।
সেই বোর্ডের তত্ত্বাবধানেই চলছিল চিকিৎসা। অবস্থার উন্নতি হওয়ায় প্রথমে তাঁদের আবার প্রসূতি বিভাগে ফিরিয়ে আনা হয় এবং তারপরই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। এখন তারা সন্তানদের নিয়ে বাড়ি ফিরেছেন।

