Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat : বালুরঘাট যেন হয়ে উঠল এক টুকরো শান্তিনিকেতন, বসল সোনাঝুরির হাট, গান ধরল বাউলের দল

Balurghat : সোনাঝুড়ি হাটে (Sonajhuri Haat) যেমন বাউল গানের (Baul Gaan) ঠেক বসে ঠিক তেমনই এখানেও বসেছে পাঁচটি বাউল গানের ঠেক। খোলা গলায় গান শোনাচ্ছেন বাউল শিল্পীরা।

| Edited By: | Updated on: Jan 07, 2023 | 12:52 PM
পৌষমেলা (Paush Mela) থেকে বিশ্বভারতী, সোনাঝুড়ির হাট (Sonajhuri Hat) থেকে খোয়াই। শান্তিনিকেতনের টানে বারবারই বোলপুর (Bolpur) ছুটে যান অগুণতি মানুষ। আর শীত পড়লে তো কথাই নেই। শান্তিনিকেতনে উপচে পড়ে ভিড়। এবার যেন এক টুকরো শান্তিনিকেতনের দেখা মিলল সুদূর উত্তরবঙ্গে।

পৌষমেলা (Paush Mela) থেকে বিশ্বভারতী, সোনাঝুড়ির হাট (Sonajhuri Hat) থেকে খোয়াই। শান্তিনিকেতনের টানে বারবারই বোলপুর (Bolpur) ছুটে যান অগুণতি মানুষ। আর শীত পড়লে তো কথাই নেই। শান্তিনিকেতনে উপচে পড়ে ভিড়। এবার যেন এক টুকরো শান্তিনিকেতনের দেখা মিলল সুদূর উত্তরবঙ্গে।

1 / 6
বালুরঘাট শহরের সংকেতপাড়াই যেন হয়ে উঠল এক টুকরো শান্তিনিকেতন। শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুড়ি হাটের আদলে বালুরঘাটে বসল সোনাঝুরির হাট। শুরু হয়েছে পিঠেপুলি উৎসব।

বালুরঘাট শহরের সংকেতপাড়াই যেন হয়ে উঠল এক টুকরো শান্তিনিকেতন। শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুড়ি হাটের আদলে বালুরঘাটে বসল সোনাঝুরির হাট। শুরু হয়েছে পিঠেপুলি উৎসব।

2 / 6
বালুরঘাট সংকেত ক্লাবের সদস্যদের বক্তব্য তাঁদের এলাকার অনেকেই শান্তিনিকেতন যাননি। কিন্তু সেখানকার সৌন্দর্যের কথা শুনেছেন। কিন্তু, দেখেননি সোনাঝুরির হাট। তাই তাঁদেরকেই এই শীতের মরসুমে শান্তিনিকেতনের স্বাদ দিতে তাঁদের এই অভিনব উদ্যোগ।

বালুরঘাট সংকেত ক্লাবের সদস্যদের বক্তব্য তাঁদের এলাকার অনেকেই শান্তিনিকেতন যাননি। কিন্তু সেখানকার সৌন্দর্যের কথা শুনেছেন। কিন্তু, দেখেননি সোনাঝুরির হাট। তাই তাঁদেরকেই এই শীতের মরসুমে শান্তিনিকেতনের স্বাদ দিতে তাঁদের এই অভিনব উদ্যোগ।

3 / 6
শুক্রবার রাত থেকে বালুরঘাট শহরের সংকেত ক্লাব সংলগ্ন এলাকায় শুরু হয়েছে শান্তিনিকেতনের সোনাঝুড়ি হাট৷ চলছে ২০২৩ সালের পিঠেপুলি উৎসব। ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই হাট চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত৷

শুক্রবার রাত থেকে বালুরঘাট শহরের সংকেত ক্লাব সংলগ্ন এলাকায় শুরু হয়েছে শান্তিনিকেতনের সোনাঝুড়ি হাট৷ চলছে ২০২৩ সালের পিঠেপুলি উৎসব। ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই হাট চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত৷

4 / 6
সোনাঝুড়ি হাটে যেমন বাউল গানের ঠেক বসে ঠিক তেমনই এখানেও বসেছে পাঁচটি বাউল গানের ঠেক। যেখানে বাউল শিল্পীরা খোলা গলায় গান শোনাচ্ছেন। এই হাটে সব মিলিয়ে প্রায় ৭৫ টি স্টল রয়েছে বলে জানা যাচ্ছে৷

সোনাঝুড়ি হাটে যেমন বাউল গানের ঠেক বসে ঠিক তেমনই এখানেও বসেছে পাঁচটি বাউল গানের ঠেক। যেখানে বাউল শিল্পীরা খোলা গলায় গান শোনাচ্ছেন। এই হাটে সব মিলিয়ে প্রায় ৭৫ টি স্টল রয়েছে বলে জানা যাচ্ছে৷

5 / 6
শান্তিনিকেতন থেকেই এসেছে প্রায় ২৫ টি স্টল৷ পাশাপাশি থাকছে জেলার বিখ্যাত মুখোশ। এছাড়াও এই হাটে মিলছে বিভিন্ন ধরনের ও বিভিন্ন স্বাদের পিঠে ও পুলি। এছাড়াও মিলছে বাংলাদেশের বিখ্যাত দই, জয়নগরের মোয়া সহ অন্যান্য সামগ্রী। হাটের প্রথম দিন থেকেই ভাল সাড়া পড়েছে সোনাঝুরির হাটে। বালুরঘাট সংকেত ক্লাবের সদস্যদের দাবি আগামীদিনেও এই হাট শহর তথা জেলাবাসীর মন জয় করবে।

শান্তিনিকেতন থেকেই এসেছে প্রায় ২৫ টি স্টল৷ পাশাপাশি থাকছে জেলার বিখ্যাত মুখোশ। এছাড়াও এই হাটে মিলছে বিভিন্ন ধরনের ও বিভিন্ন স্বাদের পিঠে ও পুলি। এছাড়াও মিলছে বাংলাদেশের বিখ্যাত দই, জয়নগরের মোয়া সহ অন্যান্য সামগ্রী। হাটের প্রথম দিন থেকেই ভাল সাড়া পড়েছে সোনাঝুরির হাটে। বালুরঘাট সংকেত ক্লাবের সদস্যদের দাবি আগামীদিনেও এই হাট শহর তথা জেলাবাসীর মন জয় করবে।

6 / 6
Follow Us: