বালুরঘাট: বালুরঘাট পুরসভার পক্ষ থেকে বাড়ি-বাড়ি নোটিশ পাঠানোর পরও আদায় হয়নি সম্পত্তি কর। যার জেরে এবার পুরো কর আদায় করতে মাঠে নামলেন বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী সহ পুরসভার কর দফতরের আধিকারিকরা। মঙ্গলবার বিকেলে বালুরঘাট শহরের মিলন সংঘ এলাকায় অভিযানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকদের। কেন এমন হয়রানি হচ্ছে সেই বিষয়ও অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
পুরসভা সূত্রে খবর, একাধিক ব্যক্তি রয়েছেন যাঁদের অবস্থা ভাল। রয়েছে দু’তলা বাড়ি। তা সত্ত্বেও দীর্ঘবছর ধরে পুরসভাকে কর দেয়নি বাড়ির মালিকরা। নোটিশের পরেও কেন কর দেওয়া হয়নি? বর্তমানে সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুরসভা। মঙ্গলবার বালুরঘাট শহরের ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে পুরসভার তরফে যাওয়া হয়। অতিদ্রুত সম্পত্তি কর দেওয়া না করলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, আর্থিকভাবে সচল হতে পুরসভার নতুন বোর্ড প্রথমেই ট্যাক্স আদায়ের উপরে জোর দিয়েছে। বালুরঘাট শহরে বাড়ির সম্পত্তি কর বকেয়া রয়েছে প্রায় ১ কোটি এবং সরকারি দপ্তর ও অফিসে বকেয়া রয়েছে প্রায় ৫ কোটি। সবমিলিয়ে ৬ কোটি টাকার করের আদায়ে মরিয়া হয়ে উঠেছে বালুরঘাট পুরসভা।
এ বিষয়ে পুরসভার ট্যাক্সের দায়িত্বে থাকা ভাইস চেয়ারপার্সন প্রদীপ্তা চক্রবর্তী বলেন, ‘বালুরঘাট শহরে বহু বাড়ির মালিককে সম্পত্তি কর মেটানোর জন্য নোটিশ করেছিলাম। প্রথমে ১৫ দিনের সময়সীমা ছিল। পরে তা আরও ১৫ দিন বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে, ভাল অবস্থাসম্পন্ন বাড়ির মালিকরা সেই কর দিচ্ছে না। তাই আজ থেকে বাড়ি-বাড়ি যাওয়া শুরু করলাম। কেন কর দেওয়া হচ্ছে না, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সেই কর মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।’