Balurghat RTO: মিলছে না গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, এবার RTO অফিসে আত্মহত্যার হুমকি চালকদের

Balurghat: যদিও এবিষয়ে জেলা আঞ্চলিক পরিবহন দফতরের আধিকারিক সন্দীপ সাহা বলেন, হারভেস্টার ডিলাররা আইন মোতাবেক হারভেস্টার বিক্রি করেননি।

Balurghat RTO: মিলছে না গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, এবার RTO অফিসে আত্মহত্যার হুমকি চালকদের
বালুরঘাটে আরটিও অফিসে বিক্ষোভ
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2023 | 11:54 AM

বালুরঘাট: জেলা আঞ্চলিক পরিবহন দফতর থেকে দেওয়া হচ্ছে না হারভেস্টারের রেজিস্ট্রেশন নম্বর। যার প্রতিবাদে সোমবার দুপুরে বালুরঘাট আরটিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান জেলার বিভিন্ন জায়গা থেকে আসা হারভেস্টার মালিকরা। আরটিও অফিস থেকে হারভেস্টারের নম্বর না দেওয়ার ফলে বিভিন্ন জায়গায় চলাচল করতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে হারভেস্টার মালিকদের। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গাড়ির নম্বর না থাকার জন্য জরিমানা করা হচ্ছে হারভেস্টার মালিকদের। এমনকি পদে পদে হয়রানির মুখে পড়তে হচ্ছে। একাধিকবার জানালেও হারভেস্টারের কোন রেজিষ্ট্রেশন নম্বর দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। অথচ ঘুর পথে টাকা খাইয়ে বেশ কিছু হারভেস্টারের নম্বর দেওয়া হয়েছে। এর প্রতিবাদে সরব হয়েছেন হারভেস্টার মালিকরা। সোমবার দুপুরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হারভেস্টার মালিকরা আরটিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। দাবি-দাওয়া আরটিওকে লিখিতভাবে জানান।

রেজিস্ট্রেশন নম্বর-সহ প্রয়োজনীয় নথিপত্র না দেওয়া হলে আগামী দিনে তাঁরা আরটিও অফিসে গিয়ে আত্মঘাতী হবেন বলে হুমকি দিয়ে আসেন হারভেস্টার মালিকরা। যদিও এবিষয়ে জেলা আঞ্চলিক পরিবহন দফতরের আধিকারিক সন্দীপ সাহা বলেন, হারভেস্টার ডিলাররা আইন মোতাবেক হারভেস্টার বিক্রি করেননি। ডিলার অনুমোদিত মেশিনকে গাড়ি হিসাবে মুখে বলে বলে বিক্রি করেছেন। যেটা পরিবহন দফতরের নির্দিষ্ট পোর্টালে তোলা হয়নি৷ যার ফলে সেই সব হারভেস্টারের রেজিষ্ট্রেশন সম্ভব নয়। অথচ এই সব ডিলাররা মালিকদের ভুল বুঝিয়েছেন। যে আরটিও রেজিস্ট্রেশন দিচ্ছেন না৷ তা সম্পূর্ণ মিথ্যা।

এনিয়ে তিনি হারভেস্টার মালিকদের সামনেই কথা বলেন ডিলারদের সঙ্গে। আবার একবার ডিলারদের অফিসিয়াল চিঠি করবেন তিনি। প্রয়োজনে তাঁদের ডিলারশিপকে সাসপেন্ড করাও হতে পারে বলে জানান তিনি।