Balurghat: হারভেস্টরের রেজিস্ট্রেশন নিয়ে জটিলতা, RTOর সামনে বিক্ষোভ মালিকদের

Balurghat: পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গাড়ির নম্বর না থাকার কারণে জরিমানা করছে। এমনকী পদে পদে হয়রানির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ তোলেন গাড়ির মালিকরা।

Balurghat: হারভেস্টরের রেজিস্ট্রেশন নিয়ে জটিলতা, RTOর সামনে বিক্ষোভ মালিকদের
আরটিওর সামনে বিক্ষোভ।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2023 | 9:44 AM

বালুরঘাট: হন্যে হয়ে ঘুরেও হারভেস্টরের রেজিস্ট্রেশন করতে পারছেন না গাড়ির মালিকরা। এই অভিযোগকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট (Balurghat) আরটিও-এর সামনে বিক্ষোভ দেখালেন গাড়ির মালিকরা। রেজিস্ট্রেশন নম্বর না পেলে আরটিওর সামনেই আত্মহত্যা করবেন বলে হুমকি দেন মালিকরা। জেলা আঞ্চলিক পরিবহণ দফতর থেকে হারভেস্টারের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হচ্ছে না বলে অভিযোগ গাড়ির মালিকদের। এরই প্রতিবাদে সোমবার দুপুরে বালুরঘাট আরটিও ঘেরাও করে বিক্ষোভ দেখান জেলার বিভিন্ন জায়গা থেকে আসা হারভেস্টার মালিকরা। গাড়ির মালিকদের অভিযোগ, আরটিও থেকে হারভেস্টারের নম্বর না দেওয়ার ফলে বিভিন্ন জায়গায় তাঁদের গাড়ি নিয়ে চলাচল করতে সমস্যা হচ্ছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গাড়ির নম্বর না থাকার কারণে জরিমানা করছে। এমনকী পদে পদে হয়রানির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ তোলেন গাড়ির মালিকরা। এর আগে তাঁরা রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস বা আরটিওয় জানিয়েছেন। তারপরও মেলেনি সুরাহা। তারই প্রতিবাদে সোমবার এই ঘেরাও কর্মসূচি ছিল।

গাড়ির মালিকরা এমনও অভিযোগ তুলেছেন, সোজা পথে রেজিস্ট্রেশন নম্বর পেতে এত কাঠখড় পোড়াতে হলেও ঘুরপথে টাকা দিয়ে বেশ কিছু হারভেস্টরের নম্বরও মিলেছে। এদিন নিজেদের দাবিদাওয়া অফিসে লিখিতভাবে জানান তাঁরা। রেজিস্ট্রেশন নম্বর-সহ প্রয়োজনীয় নথিপত্র না দেওয়া হলে আগামিদিনে কঠিন পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়ে গিয়েছেন।

যদিও এ নিয়ে জেলার আঞ্চলিক পরিবহণ দফতরের আধিকারিক সন্দীপ সাহা বলেন, আরটিও রেজিস্ট্রেশন দিচ্ছে না, এই অভিযোগ একেবারে ভিত্তিহীন। হারভেস্টর ডিলাররা আইন মোতাবেক হারভেস্টর বিক্রি করেননি। ডিলার অনুমোদিত মেশিনকে গাড়ি হিসাবে মুখে বলে বলে বিক্রি করেছেন। যেটা পরিবহণ দফতরের নির্দিষ্ট পোর্টালে তোলা হয়নি। আর সে কারণেই ওই হারভেস্টর রেজিস্ট্রেশন পায়নি। ডিলারদের কারণেই এই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে বলেও জানান তিনি। ডিলাররা মালিকদের ভুল বুঝিয়েছেন বলেও জানান তিনি। এ নিয়ে ডিলারদের চিঠিও ধরাবেন বলে জানান। প্রয়োজনে আরও কঠিন পদক্ষেপও করা হতে পারে, সে ইঙ্গিতও দিয়ে রেখেছে আরটিও।