School Student: জোর করে ছাত্রীকে দিয়ে স্কুলের বাথরুম পরিষ্কার, কাঠগড়ায় শিক্ষিকা
Balurghat News: জানা গিয়েছে, ঘটনাটি গত শনিবারের। কুড়মাইল প্রাথমিক স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে জোর করে স্কুলের শৌচাগার পরিষ্কার করানো হয়।
বালুরঘাট: পঞ্চম শ্রেণির ছাত্রীকে দিয়ে স্কুলের শৌচাগার পরিষ্কার করানোর অভিযোগ উঠল স্কুল শিক্ষিকার বিরুদ্ধে। এই ঘটনাকে সামনে রেখে বিতর্ক দানা বেঁধেছে দক্ষিণ দিনাজপুরের (Dakkhin Dinajpur) বালুরঘাট ব্লকের কুড়মাইলে। বিষয়টি সামনে আসার পর সোমবার বিকেলে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বা ডিপিএসসির অফিসে বিক্ষোভ দেখান অভিভাবকরা। লিখিতভাবেও সংসদে গোটা ঘটনা জানানো হয়। তবে সে সময় ডিপিএসসির চেয়ারম্যান না থাকায় দফতরে অভিযোগ জানানো হয়। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কর্তৃপক্ষ। যদিও এ নিয়ে স্কুলের তরফে কোন মন্তব্য পাওয়া যায়নি। জানা গিয়েছে, ঘটনাটি গত শনিবারের। কুড়মাইল প্রাথমিক স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে জোর করে স্কুলের শৌচাগার পরিষ্কার করানো হয়। এ নিয়ে বন্ধুদের হাসাহাসির মুখেও পড়তে হয় ওই ছাত্রীকে বলে অভিযোগ। এদিকে সেদিন স্কুল থেকে বাড়ি ফেরার পরই ওই ঘটনাটি বাড়ির লোকজনকে জানায়। ওই ছাত্রীর পরিবারের দাবি, মেয়ে জানায় স্কুলের এক দিদিমণি তাকে জোর করে স্কুলেরই বাথরুম পরিষ্কার করিয়েছে। কেন স্কুলের শৌচাগার ছাত্রীকে দিয়ে পরিষ্কার করানো হল, তা নিয়ে প্রশ্ন তোলেন বাড়ির লোকজন।
রবিবার স্কুল ছুটি থাকায় সেই দিন কাউকে অভিযোগ জানাতে পারেননি ছাত্রীর বাড়ির লোকজন। সোমবার স্কুলে গিয়ে ক্ষোভ প্রকাশের পরই জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বা ডিপিএসসি অফিসে যান ওই স্কুলের অভিভাবকরা। সঙ্গে ছিলেন ওই ছাত্রীর অভিভাবকও। অভিভাবকদের একাধিক অভিযোগ রয়েছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। নিয়মানুবর্তিতার পাশাপাশি পঠনপাঠন নিয়েও বিস্তর অভিযোগ।
এদিকে বিষয়ে ওই স্কুল ছাত্রীর বাবা বলেন, তাঁর মেয়েকে দিয়ে জোর করে স্কুলের শৌচাগার পরিষ্কার করানো হয়েছে। তাঁর মেয়ে তাতে রাজি হয়নি। কিন্তু জোর করে এক শিক্ষিকা তা করান। ওই শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তিনি। এ বিষয়ে এআই অব স্কুল নীরেন দেবনাথ বলেন, স্কুলের মিড ডে মিল, স্কুল ছাত্রীকে দিয়ে শৌচাগার পরিষ্কার করার বিষয় নিয়ে অভিযোগ জানাতে এসেছিলেন অভিভাবকরা। সেই সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। একজন ছাত্রীকে দিয়ে এভাবে শৌচাগার পরিষ্কার করানো যায় না বলেও মন্তব্য তাঁর।