Bangladesh: এবার লরির ভিতর নয়, তলায় কাপড় দিয়ে নিজেকে বেঁধে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশি মিঞার

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 11, 2024 | 6:09 PM

Bangladesh: কখনও আধার কার্ড নকল করে, কখনও ট্রাকের মধ্যে ত্রিপল চাপা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চলেছে। যদিও তা বানচাল করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স। সীমান্তে কড়া নজর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর। চলছে দফায়-দফায় তল্লাশি। সেই কারণেই কি নতুন পদ্ধতি অনুপ্রবেশকারীদের?

Bangladesh: এবার লরির ভিতর নয়, তলায় কাপড় দিয়ে নিজেকে বেঁধে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশি মিঞার
প্রতীকী চিত্র।
Image Credit source: Facebook

Follow Us

হিলি: ‘মাছিও যেন গলতে না পারে…’, ঠিক এমনই কড়া বার্তা দিয়েছিল বিএসএফ। তাই বাংলাদেশের টালমাটাল পরিস্থিতির মধ্যে যাতে দেশে অনুপ্রবেশ কোনও ভাবেই না ঘটে সেই নিয়ে তৎপর তারা। তবুও ওপ্রান্তের বাসিন্দাদের একাংশের চেষ্টা চলছে যাতে কোনও ভাবে ভারতে প্রবেশ করা যায়। এবার দেখা গেল নয়া পদ্ধতি। খালি ট্রাকের তলায় কাপড় দিয়ে নিজেকে বেঁধে দেশে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশির। বিএসএফ-এর হাতে পাকড়াও অভিযুক্ত।

কখনও আধার কার্ড নকল করে, কখনও ট্রাকের মধ্যে ত্রিপল চাপা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চলেছে। যদিও তা বানচাল করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স। সীমান্তে কড়া নজর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর। চলছে দফায়-দফায় তল্লাশি। সেই কারণেই কি নতুন পদ্ধতি অনুপ্রবেশকারীদের?

ভারতীয় ট্রাক যেগুলি বাংলাদেশে সামগ্রী খালি করে ভারতে ফিরছে,সেগুলির তলায় নিজেদের কাপড়ের সঙ্গে মুড়ে বেঁধে সীমান্ত পেরনোর চেষ্টা অনুপ্রবেশকারীদের। দক্ষিণ দিনাজপুরের হিলি প্রান্তে ধরা পড়ল এমনই ছবি। অভিযুক্তের নাম লাবলু মিঞা। তার বাড়ি বাংলাদেশের গাইবান্ধায়। জানা গিয়েছে, খালি ট্রাকের তলায় নিজেকে বেঁধে রেখেছিল ওই অনুপ্রবেশকারী। হিলি সীমান্ত ইন্টিগ্রেটেড চেকপোস্টে সীমান্ত রক্ষী বাহিনী খালি ট্রাকগুলি তল্লাশি করতেই ওই বাংলাদেশিকে ধরে ফেলে। এরপর বিএসএফ অভিযুক্তকে ধরে বর্ডার গার্ড অফ বাংলাদেশের হাতে তুলে দেয়।

Next Article