হিলি: কখনও সীমান্ত দিয়ে, কখনও বা লুকিয়ে। কখনও বা ভুয়ো আধার কার্ড তৈরি করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চলেছে। আর এবার ভারতীয় পণ্যবাহী লরিতে করে ভারতে আসার চেষ্টা। বিএসএফ-এর হাতে ধরা পড়ল বাংলাদেশি যুবক। ধৃতের নাম ডাবলু শেখ। বাড়ি বাংলাদেশের গাইবান্ধায় ৷
বিএসএফ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে ওই বাংলাদেশি নাগরিক। জানা যাচ্ছে, রপ্তানির গাড়ি বাংলাদেশ থেকে ফিরে আসছিল। সেই সময় চালকের নজর এড়িয়ে লরির হুডে ত্রিপল জড়িয়ে লুকিয়ে ছিল সে। এরপর বাংলাদেশ থেকে হিলি সীমান্ত দিয়ে ভারতে ঢোকার পর বিএসএফের চেকিংয়ে ধরা পড়ে ওই বাংলাদেশি যুবক।
এদিকে বিষয়টি জানতে পেরেই বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই বাংলাদেশি নাগরিক ও লরি চালককে আটক করে বিওপিতে নিয়ে যায়। ধৃত বাংলাদেশি কেন ভারতে প্রবেশ করছিল? কী উদ্দেশ্যে এই সব জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি ওই লরির চালককেও জিজ্ঞাসাবাদ করছে বিএসএফ আধিকারিকরা। এ দিকে, আজ সকালে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হিলি সীমান্তে।