BJP: তুলকালাম বংশীহারী, আক্রান্ত ৫ থেকে ৬ জন বিজেপি কর্মী
BJP: এ দিন, বনধ সমর্থনকে কেন্দ্র করে বংশীহারী থানার শিবপুর মোড় এলাকায় পিকেটিং করছিল বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ,সেই সময় তৃণমূলের কর্মীরা বিজেপি কর্মী সমর্থকদের ওপর চড়াও হয়। ঘটনায় ৫ থেকে ৬ জন বিজেপি কর্মী আহত হয়েছে বলে অভিযোগ বিজেপির।
বংশীহারী: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধকে ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ। তৃণমূল কর্মীদের মারে মাথা ফাটল দুই বিজেপি নেতার। আহত পাঁচ থেকে ছ’জন। বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার শিবপুরে এলাকায়। জখম দুই বিজেপি কর্মীকে ভর্তি করা হয়েছে স্থানীয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। এদিকে এই হামলার কথা অস্বীকার করেছে তৃণমূল।
এ দিন, বনধ সমর্থনকে কেন্দ্র করে বংশীহারী থানার শিবপুর মোড় এলাকায় পিকেটিং করছিল বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ,সেই সময় তৃণমূলের কর্মীরা বিজেপি কর্মী সমর্থকদের ওপর চড়াও হয়। ঘটনায় ৫ থেকে ৬ জন বিজেপি কর্মী আহত হয়েছে বলে অভিযোগ বিজেপির। শুধু তাই নয় এবং দু’জনের মাথাও ফেটেছে। জখমদের চিকিৎসার জন্য রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
গুরুতর আহত দুই বিজেপি কর্মী বুনিয়াদপুর পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি মানিক হালদার ও বিজেপি সাধারণ সম্পাদক বুদ্ধেশ্বর পাল। দু’জনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। এদিকে পুরো ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বংশীহারী থানার পুলিশ। পাশাপাশি গঙ্গারামপুর থানার ফুলবাড়িতেও তৃণমূল ও বিজেপির মধ্যে হাতাহাতি হয়।