AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mithun chakraborty: BJP-র মুখ্যমন্ত্রীর মুখ কি মিঠুন? সঙ্গে-সঙ্গে বিজেপি নেতা বললেন…

Balurghat: সেখানে বিজেপি নেতা-কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আজ মিঠুন রয়েছেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। আসন্ন ভোটে লড়তে কী কী করণীয় মনে করা হচ্ছে সেই রণনীতিই বলেছেন সেখানে।

Mithun chakraborty: BJP-র মুখ্যমন্ত্রীর মুখ কি মিঠুন? সঙ্গে-সঙ্গে বিজেপি নেতা বললেন...
মিঠুন চক্রবর্তী, বিজেপি নেতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 04, 2025 | 4:40 PM
Share

বালুরঘাট: সামনেই ভোট। মাথার উপর অনেক দায়িত্ব। আর বাংলায় থেকেই বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় সভা করছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। গতকাল অ হাওড়ায় গিয়ে ‘মিঠুন যোদ্ধা’ নামে গ্রুপ খোলার নির্দেশ দিয়েছেন তিনি। সেখানে বিজেপি নেতা-কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আজ মিঠুন রয়েছেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। আসন্ন ভোটে লড়তে কী কী করণীয় মনে করা হচ্ছে সেই রণনীতিই বলেছেন সেখানে। পরে মিটিং ছেড়ে বেরিয়ে আসতেই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছেন,তবে কি এবার বিজেপি জিতলে মুখ্যমন্ত্রীর মুখ তিনিই? উত্তরটা পরিষ্কারভাবেই দিয়ে দিলেন।

আজ মিঠুন চক্রবর্তী প্রথমে বলেন, “কর্মী সভায় কী আলোচনা হয়েছে তা আভ্যন্তরীণ বিষয়।” এরপরই বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ আপনি হতে চলেছেন কি না এই প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে তিনি জানান, “বিজেপি ক্ষমতায় এলে দল ঠিক করবে কাকে মুখ্যমন্ত্রী করা হবে। এটা বিজেপি নেতৃত্বের উপর ছেড়ে দিন।”

এদিন বালুরঘাটেও জেলায় ‘মিঠুন যোদ্ধা’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। যাতে যে কোনও পরিস্থিতিতে, খবর পাওয়া মাত্র বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পারেন। এছাড়াও এসআইআর সহ বিভিন্ন প্রশ্নের জবাবে মিঠুন চক্রবর্তী বলেন, “যারা ভারতীয় তাঁরা ভোট দেবেন, বাংলাদেশি মুসলিম বাদে যাঁরা শরণার্থী তাঁরাও যাতে ভোট দিতে পারেন, ভারতীয় মুসলিমরাও ভোট দেবেন। তবে অভারতীয় মুসলিমদের ফিরে যেতে হবে। আর রাজ্যে এসআইআর আতঙ্কে যাঁরা মারা যাচ্ছে বলা হচ্ছে, তা শুধুমাত্র প্রচার।”

বিধানসভা নির্বাচন সামনেই। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসআইআর। দুয়ারে-দুয়ারে যাচ্ছেন বিএলওরা। আর এসআইআর শুরু হতেই পথে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যখন রাস্তায় ময়দানে, তখন মাঠ দখল করে রেখেছে বিজেপিও। আজ পানিহাটিতে সভা করেছেন শুভেন্দু অধিকারী অন্যদিকে উত্তরে কর্মীদের নিয়ে মিটিং করেছেন মিঠুন।