BJP MP Sukanta Majumder : ছেলেবেলা কেটেছে এখানেই, নিজের স্কুলে বড় অনুদান সুকান্তর ; দীর্ঘ প্রতীক্ষা শেষে শুরু কাজ
BJP MP Sukanta Majumder : নিজের স্কুলেই বড় অনুদান সুকান্তর, দীর্ঘ প্রতীক্ষা শেষে শুরু হল কাজ।
বালুরঘাট: নিজের স্কুলের বর্তমান ছাত্রদের সুবিধার্থে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন। শুক্রবার দুপুরে খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের অসম্পূর্ণ অডিটোরিয়ামের কাজ সম্পন্ন করতে সাংসদ তহবিল থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন তিনি। শুক্রবার দুপুরে সেই অডিটোরিয়ামের কাজের শুভ সূচনাও করলেন সুকান্ত মজুমদার (BJP MP Sukanta Majumder)। আগামীদিনে এই কাজে আরও ৫ লাখ টাকা দেবেন বলে সাংসদ জানিয়েছেন।
জানা গিয়েছে, গত দুবছর আগে এই অডিটোরিয়াম তৈরির জন্য সাংসদ কোটা থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ করেন সুকান্তবাবু। সরকারি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর সেই কাজের সূচনা করলেন তিনি। সুকান্তবাবু এই খাদিমপুর উচ্চ বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। তাঁর এই উদ্যেগে খুশি স্কুলের পড়ুয়া থেকে শিক্ষকরাও। খুশি এলাকার বাসিন্দারাও।
স্কুলের পক্ষ থেকে জানা গিয়েছে, ২০০০ সালে স্কুলের অডিটোরিয়াম এর কাজ শুরু হলেও অর্থাভাবে সেই কাজ সম্পন্ন করা যায়নি। এরপর স্কুলের প্রাক্তন ছাত্র তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের দ্বারস্থ হয়েছিলেম স্কুলের শিক্ষকরা। এরপর সুকান্ত মজুমদার সাংসদ তহবিল থেকে স্কুলের অডিটরিয়ামের কাজ সম্পন্ন করার জন্য ১০ লক্ষ টাকা অনুদান দেন। এদিন সেই অডিটোরিয়ামের কাজের শুভ সূচনা করলেন তিনি। অনুদান দিতে পেরে খুশি সুকান্ত মজুমদারও। তিনি বলেন, “বহুদিন থেকেই আমার ইচ্ছা ছিল স্কুলের জন্য কিছু করার। কিছুদিন আগে আমি সাংসদ তহবিল থেকে ১০ লক্ষ টাকা অনুদান দিই। সমস্ত সরকারি নিয়ম পার করে অবশেষে সেই টাকা স্কুলের হাতে এসে পৌঁছেছে। এদিন সেই টাকায় অডিটোরিয়াম তৈরির কাজের শুভ সূচনা হল। আপাতত এই টাকাতে কাজ হবে। আগামীতে আরও ৫ লক্ষ টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।”