দক্ষিণ দিনাজপুর: খেলার জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিল তিন শিশু। আচমকা ভয়াবহ একটা শব্দ। ঠিক কী ঘটে গেল, সেটাও বুঝতে পারেনি তারা। পরিবারের লোক ছুটে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় রয়েছে তিন শিশু। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। আহত তিন শিশুর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি দুজনের চিকিৎসা চলছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
তবে ঠিক কীভাবে বিস্ফোরণ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান মোবাইলের ব্যাটারি ফেটেই বিস্ফোরণ হয়েছে। পুরো ঘটনার উপর নজর রাখছে পুলিশ। তবে ভোটের আগে এই বিস্ফোরণের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে তাঁদের চিকিৎসা ব্যবস্থা এখন বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সূত্রের খবর, মোবাইলের ব্যাটারির মতো কিছু একটা কুড়িয়ে পেয়েছিল ওই তিন শিশু। সেটা দিয়েই খেলছিল তারা। সেটা ছুড়ে ফেলতেই ঘটে বিস্ফোরণ। বিকট আওয়াজ হয়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আর এই বিস্ফোরণের ফলে আহত হয় তিন শিশু। আহত তিন শিশুর মধ্যে রয়েছে দুই ভাই। তাদের নাম দেবজিৎ দত্ত(৯) ও সৌম্যজিৎ দত্ত(৫)।
এছাড়াও আহত হয়েছে পাপাই দত্ত(৬)। ঘটনার পর তিন শিশুকে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত শিশুর মা সোমা দত্ত জানিয়েছেন, তাঁরা বাড়ির ভিতরে ছিলেন, ফলে ঠিক কী ঘটেছে তা স্পষ্ট নয়। পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। চিকিৎসায় যাতে শিশুরা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে, সেটাই আশা করি।” যেন এমন কিছু না হয়, সেটা দেখা পুলিশের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।