বালুরঘাট: বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন সন্দেশখালির পাঁচ মহিলা। শনিবার বিজেপি প্রার্থীর সঙ্গে মিছিল ও প্রচারে থাকবেন। সূত্রের খবর, আগামী দিনে জেলায় আরও অনেক মহিলা সন্দেশখালির মহিলা নির্বাচনী প্রচারে আসবেন। জেলার মহিলাদের সন্দেশখালির সেই ঘটনা তুলে ধরবেন। এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অন্যতম ইস্যু সন্দেশখালি। বিজেপির রাজ্য সভাপতি থেকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে একাধিকবার শোনা গিয়েছে।
সন্দেশখালির মহিলাদের ওপর কী ধরনের অন্যায় অত্যাচার হয়েছে, প্রচারে বেরিয়ে সেই অন্ধকার দিনের কথা শুনিয়েই জনসংযোগ বাড়ানোর চেষ্টা করবেন তাঁরা। দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর সামনে তুলে ধরবে সন্দেশখালির নির্যাতিত মহিলারা।
৩০ মার্চ গঙ্গারামপুরে বিজেপির মহামিছিল রয়েছে। সেই মিছিলেই সুকান্তের পাশাপাশি হাঁটবেন তাঁরা।
শুধু একদিন নয়, জেলায় একাধিক প্রচারে সন্দেশখালির মহিলারা থাকবে। বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে তাঁরা প্রচার চালাবেন। সেই প্রচারে তুলে ধরা হবে সন্দেশখালির অজানা নানা কথা। যদিও এই বিষয়ে কোনওরকম পাত্তা দিতে চাননি জেলা তৃণমূল নেতৃত্ব। এমনিতেই সন্দেশখালিতে মাটি শক্ত করতে সেখানকারই প্রতিবাদী মহিলা রেখা পাত্রকে দাঁড় করিয়েছে বিজেপি নেতৃত্ব। রেখার প্রচারে সন্দেশখালিতে জনজোয়ার চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, দুর্নীতির পাশাপাশি নারী নিরাপত্তাকেই প্রধান হাতিয়ার করে এবার শাসকদলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাইছে বিজেপি।