Bus service in Balurghat : বৈঠকে কাটল জট, বালুরঘাটে কবে থেকে চালু হচ্ছে বাস পরিষেবা?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 12, 2022 | 9:12 PM

South Dinajpur: লাগাতার তিনদিন ধরে বাস পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ ব্যাপক সমস্যায় পড়েন। অবশেষে মঙ্গলবার দুপুরে বাসমালিকদের নিয়ে বিশেষ বৈঠক করেন জেলা আঞ্চলিক পরিবহন দফতরের আধিকারিক সন্দীপ সাহা।

Bus service in Balurghat : বৈঠকে কাটল জট, বালুরঘাটে কবে থেকে চালু হচ্ছে বাস পরিষেবা?
বালুরঘাটের বাস পরিষেবা

Follow Us

বালুরঘাট : তিনদিন বন্ধ ছিল পরিষেবা। অবশেষে বুধবার বালুরঘাট থেকে বাস পরিষেবা ফের স্বাভাবিক ছন্দে চালু হতে চলেছে। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার সন্ধ্যায় এমনই জানালেন বাস ওনার্স অ্যাসোসিয়েশন। অন্যদিকে জেলা আঞ্চলিক পরিবহন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাস মালিকদের যে দাবি রয়েছে সেই দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে। আগামীকাল থেকে বালুরঘাটে বাস পরিষেবা চালু হবে জানতে পেরে কিছুটা হলেও স্বস্তির হাঁফ ছেড়েছেন যাত্রীরা।

ডিজেলের দাম দিন দিন বাড়ার ফলে পুরোনো ভাড়া দিয়ে বাস চলাচল করা সম্ভব হচ্ছে না বলে দাবি বাস মালিকদের। যার ফলে একে একে একাধিক বাস সহ অন্যান্য গণপরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে যায়। রবিবার থেকে এই বাস পরিষেবা বন্ধ হয়। তবে ওই দিন শুধুমাত্র বালুরঘাট থেকে রায়গঞ্জ ও মালদা রুটের বাস পরিষেবা বন্ধ ছিল। সোমবার থেকে সব রুটের বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। এমনকি আজও সব রুটে বাস পরিষেবা বন্ধ ছিল।

লাগাতার তিনদিন ধরে বাস পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ ব্যাপক সমস্যায় পড়েন। অবশেষে মঙ্গলবার দুপুরে বাসমালিকদের নিয়ে বিশেষ বৈঠক করেন জেলা আঞ্চলিক পরিবহন দফতরের আধিকারিক সন্দীপ সাহা। দীর্ঘক্ষণের বৈঠকে প্রশাসনের তরফে বাস মালিকদের কাছে অনুরোধ করা হয় বুধবার থেকে বাস পরিষেবা স্বাভাবিক করার জন্য। প্রশাসনের অনুরোধে শর্তসাপেক্ষে বাস চালাতে রাজি হন মালিকরা। এদিকে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এদিন সন্ধ্যায় বাস মালিকরা নিজেদের মধ্যে বৈঠক করেন। সেখানে বাস পরিষেবা স্বাভাবিক ভাবে চালানোর সিদ্ধান্ত নেন তাঁরা। তবে দ্রুত বাস ভাড়া না বাড়লে আগামী সাতদিনের মধ্যে ফের বাস পরিষেবা বন্ধ হয়ে যাবে বলে বাস মালিকরা জানিয়েছেন।

এবিষয়ে বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস চৌধুরী বলেন, দীর্ঘদিন হয়ে গেল বাসভাড়া বাড়েনি। তবে ডিজেলের দাম দিন দিন বাড়ছে। এই অবস্থায় এমনিতেই এক এক করে সব বাস বন্ধ হয়ে যাচ্ছে। জেলায় বালুরঘাট থেকে প্রায় ৩৫০টি বাস সহ অন্যান্য গণপরিবহন চলে। সেগুলো সব বন্ধ হয়ে রয়েছে। বর্তমানে বাসভাড়া না বাড়লে তাঁদের পক্ষে বাস চালানো সম্ভব নয়। প্রশাসনের পক্ষ থেকে আজ তাঁদের ডাকা হয়। সেখানে অনুরোধ করা হয়েছে আগামীকাল থেকে বাস চালানোর জন্য। সেই জন্য তাঁরা আগামীকাল থেকে বাস চালাবেন। তবে তাঁদের বেশ কিছু শর্ত ও দাবি রয়েছে। সেগুলো পূরণ না হলে পরে ৭ দিনের মধ্যে ফের তাঁরা বাস পরিষেবা বন্ধ রাখার পথে হাঁটবেন।

এবিষয়ে জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা বলেন, কী জন্য বাস চালাচ্ছেন না সেই বিষয়ে আলোচনা করতে বাস মালিকদের সঙ্গে তিনি বৈঠক করেন। যেখানে বাসভাড়ার বিষয়টি তাঁরা জানিয়েছেন। এছাড়াও বেশ কয়েকটি বিষয় জানিয়েছেন। বাসভাড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন। পাশাপাশি অন্যান্য যা সমস্যা রয়েছে সেসব খতিয়ে দেখা হচ্ছে। বাস মালিকরা আশ্বাস দিয়েছেন আগামীকাল থেকে তাঁরা বাস চালাবেন।

আরও পড়ুন : Aliah University: মেয়াদ বাড়ানো হল না মহম্মদ আলির, কে হলেন আলিয়ার নতুন উপাচার্য?

Next Article